বাধা উপেক্ষা করে সমাবেশে যোগ দিন : খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার: পুলিশ অনুমতি না দিলেও সকল প্রতিকূলতা উপেক্ষা করে আগামীকাল রোববার ঢাকামুখি ‘মার্চ ফর ডেমোক্র্যাসি’ বা ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচিতে শরিক হওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল শুক্রবার বিকেলে এক সংক্ষিপ্ত ভিডিওবার্তায় তিনি ঢাকা নয়াপল্টনের সমাবেশ সর্বাত্মক সফল করার জন্য ১৮ দলের নেতা-কর্মী-সমর্থকসহ দেশবাসীর প্রতি আহ্বান জানান। ঢাকা মহানগর পুলিশ সমাবেশের অনুমতি না দেয়ার বিষয়টি জানিয়ে দেয়ার পর গণমাধ্যমের কাছে পাঠানো ভিডিওবার্তায় তিনি বলেন, ‘আমি আপনাদের পাশে আছি। সবসময় থাকবো। আমি থাকতে না পারলেও আপনারা এ কর্মসূচি, আন্দোলন চালিয়ে যাবেন। সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। আমাদের বিজয় সুনিশ্চিত।’  বার্তায় বেগম খালেদা জিয়া আরো বলেন, ‘স্বাধীনতা যুদ্ধের এ বিজয়ের মাসে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ২৯ ডিসেম্বর রোববার জাতীয় পতাকা হাতে সবাইকে ঢাকায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমবেত হতে অনুরোধ করছি। আশা করি, সকল প্রতিকূলতা-প্রতিবন্ধকতা উপেক্ষা করে আপনারা এ কর্মসূচিতে শরিক হবেন।’ দেড় মিনিটের ওই ভিডিওবার্তায় বিরোধীদলীয় নেতা সবাইকে ঢাকা যাত্রাশেষে সমাবেশে মিলিত হয়ে সরকারের প্রহসনের নির্বাচনকে না বলতে এবং গণতন্ত্র ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনকে হ্যাঁ বলার আহ্বান জানান। তিনি বলেন, এ দেশে আমরা গণতন্ত্র এনেছি, আবারো গণতন্ত্র আনবো। ইনশাল্লাহ সেদিন বেশি দূরে নয়, বিজয় আমাদের সুনিশ্চিত।