বাতাসবন্দির চোঙ ফেটে আহত ৪ : মৃত্যু শয্যায় দোকান কর্মচারী

 

স্টাফ রিপোর্টার: বাতাসের চাপে বাতাস বন্দি করা লোহার চোঙ ফেটে আহত হয়েছে টায়ার সারা দোকানের কর্মচারীসহ ৪ জন। গতকাল বেলা ২টার দিকে চুয়াডাঙ্গা জেলা শহরের কেদারগঞ্জে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দোকান কর্মচারী হামিদুল ইসলাম হামিদের অবস্থা আশঙ্কাজনক। তাকেসহ দুজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।

চুয়াডাঙ্গা কেদারগঞ্জে রয়েছে মোটরগাড়ির চাকার ফুটো সারার দোকান। এ দোকানে বাতাস ভরে রাখা লোহার বড় চোঙ বাতাসের চাপে ফেটে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা এ তথ্য জানিয়ে বলেছেন, চোঙ ফেটে মাটি ইট উড়ে দোকান কর্মচারী হামিদুল ইসলাম হামিদের (১৫) বুকেসহ শরীরে লাগে। রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পাশেই দাঁড়িয়ে ছিলেন আলমসাধু চালক হাজরাহাটি স্কুলপাড়ার রুবেল (২৭)। তিনি অরেফিন আলীর ছেলে। আলমসাধুর চাকা ফুটো সারতে সেখানে গিয়ে তিনি দুর্ঘটনার শিকার হন। তার অবস্থাও গুরুতর। হাসপাতালেই চিকিৎসাধীন রাখা হয়েছে। বাকি আহত দুজনের মধ্যে কেদারগঞ্জের অব্দুল মালেকের ছেলে শাহাদত হোসেনকে (৪০) হাসপাতালে ভর্তি করলেও তিনি বাড়ি ফিরেছেন। অপরজন হাসান প্রাথমিক চিকিৎসা নিয়ে বিকেলেই হাসপাতাল ত্যাগ করেন।

গুরুতর জখম হামিদুল ইসলাম হামিদ গাইদঘাটের জাফর আলীর ছেলে। দু মাস আগে সে দোকানে কাজ শেখার জন্য কাজে লাগে। এরই মাঝে দুর্ঘটনায় সে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।