বাজেট প্রণয়ন বিষয়ে ওয়ার্ডবাসীর সাথে মতবিনিময়কালে মেয়র জিপু চৌধুরী

চুয়াডাঙ্গা পৌরসভাকে মডেল করতে পৌরবাসীরাই ভূমিকা রাখতে পারেন

চুয়াডাঙ্গা পৌরসভার সেবা উন্নতকরণ ও ২০১৬-১৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট প্রণয়ন বিষয়ে ৯ নং ওয়ার্ডবাসীর সাথে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে শহরের গুলশান পাড়ায় ৯ নং ওয়ার্ড কাউন্সিলর একরামুল হক মুক্তার সভাপতিত্বে মতবিনিময়সভায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। বিশেষ অতিথি ছিলেন ৩ নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুস সালেহীন লিটন, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি, ২ নং ওয়ার্ড কাউন্সিলর মুন্সি রেজাউল করিম খোকন,  ৬ নং ওয়ার্ড কাউন্সিলর রাসিদুল হাসান মানু, সংশ্লিষ্ট মহিলা কাউন্সিলর শেফালী খাতুন, বাইতুল নাজাত মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ফেরদৌস ওয়ারা সুন্না। অ্যাড. আহসান হাবিবের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন আবু জাফর মন্টু, মনি, কৃষিবিদ আকরাম হোসেন, মোহাম্মদ আলী, মতিয়ার রহমান, হাফিজ মাস্টার, ইঞ্জিনিয়ার বিশারত হোসেন প্রমুখ। সভায় ওয়ার্ডবাসীর পক্ষে স্বাগত বক্তব্য রাখেন ৯ নং ওয়ার্ড কাউন্সিলর একরামুল হক মুক্তা।

প্রধান অতিথি পৌর মেয়র জিপু চৌধুরী বলেন, চুয়াডাঙ্গা পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে পৌর নাগরিকদের সহযোগিতা প্রয়োজন। একমাত্র পৌর নাগরিকরাই কর প্রদান ও সহযোগিতার মাধ্যমে চুয়াডাঙ্গা পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে রূপ দিতে পরে। পৌরসভায় যে বাজেট প্রণয়ন হবে তা উন্মুক্তভাবে পৌর নাগরিকদের সাথে আলোচনা করা প্রয়োজন। কারণ বাজেট সম্পর্কে পৌরসভার প্রতিটি নাগরিকের জানার অধিকার রয়েছে। ইতোমধ্যে বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি হয়েছে। যা আপনাদের সামনেই হচ্ছে। তাছাড়া পৌরসভার সেবার মানোন্নয়নে একমাত্র পৌরবাসীরাই ব্যাপক অবদান রাখতে পারেন। তাই নিয়মিত পৌরকর পরিশোধের মাধ্যমে পৌরসভার উন্নয়ন কাজ অব্যাহত রাখতে হবে। প্রেসবিজ্ঞপ্তি।