বাঙালি সাংস্কৃতিকে আকড়ে ধরে সুস্থ বিনোদনের বিকাশ ঘটাতে হবে

দর্শনা আকন্দবাড়িয়ায় ৪ দিনব্যাপি বাউল ও লোকজ উৎসবের উদ্বোধনকালে জেলা প্রশাসক

দর্শনা অফিস: দর্শনা আকন্দবাড়িয়া বাউল পরিষদের ১৮তম বার্ষিক বাউল ও লোকজ উৎসব প্রতিবারের মতো এবারো শুরু হয়েছে। ৪ দিনব্যাপি উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দিন আহমেদ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দর্শনা আকন্দবাড়িয়া নতুনপাড়ার কেররুজ মাঠে অনুষ্ঠিত বাউল উৎসবের উদ্বোধনকালে জেলা প্রশাসক জিয়াউদ্দিন আহমেদ বলেন, সুস্থ বিনোদন মানুষের আত্মতৃপ্তির খোরাক জোগায়। চিত্রকে করে বিকশিত। বাউল সংগীত এ দেশের হাজার বছরের সাংস্কৃতিধারাকে লালন করে আসছে। আকাশ সাংস্কৃতি ও অপ-সাংস্কৃতির রোষানলে পড়ে বাংলার আদি সাংস্কৃতি হারিয়ে যেতে বসেছে। আকন্দবাড়িয়া বাউল পরিষদের পক্ষ থেকে প্রতি বছর বাউল ও লোকজ উৎসব আদি সাংস্কৃতিকে জাগিয়ে তোলে। এ ধরনের আয়োজনের মধ্যদিয়ে অপ-সাংস্কৃতি রুখতে হবে। সুস্থ বিনোদনের তৃপ্তি মানুষের মধ্যে দেয়া গেলে মাদক ও অপরাধমূলক কর্মকা- থেকে বিরত থাকতে সহায়ক হবে। তাই আসুন বাঙালি সাংস্কৃতিকে বুকে আকড়ে ধরে সুস্থ বিনোদনের বিকাশ ঘটায়। দর্শনা পৌর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক অব্দুর রাজ্জাক, এনডিসি সুচিত্র রঞ্জন দাস, নির্বাহী ম্যাজিস্টেট ফকরুল ইসলাম, জেলা পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী আব্দুর রউফ, জেলা প্রশাসন মন্ত্রণালয়ের সচিব হেমন্ত হেনরি কুবি, দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল, সাবেক সভাপতি আওয়াল হোসেন ও হানিফ ম-ল। সাংবাদিক রেজাউল করিম লিটনের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন- উৎসবের আয়োজক বাউল পরিষদের প্রতিষ্ঠাতা- বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী, ট্যালেন্ট হান্ড ধীরু বাউল। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন ধীরু বাউল ও তার দল। পরে কুষ্টিয়া বাউল পরিষদের শিল্পগোষ্ঠী, দর্শনার শহীদ, মামপি ও স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন। বাউল ও লোকজ উৎসবকে ঘিরে প্রতিবছরের মতো এবারও এলাকার সাধারণ মানুষের মধ্যে উৎসবের রয়েছে উৎসবের আমেজ। প্রতিবারের মতো এবারো উৎসব চত্বরে রকমারি দোকান, মিষ্টি সামগ্রী ও নাগরদোলাসহ বিভিন্ন ধরনের বিনোদনের আয়োজন করা হয়েছে। এছাড়া প্রতিদিনের আয়োজনে থাকছে বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা, জারিগান ও রাতে লালন, বাউল, ভাব-বিচ্ছেদ, পালাগান।