বাগেরহাটের চিতলমারীতে আগুনে পুড়ে দু শিশুর মৃত্যু

 

স্টাফ রিপোর্টার: বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের ঘোলা গ্রামে বসতঘরে লাগা আগুনে দু শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে রান্না ঘর থেকে এ আগুনের সূত্রপাত হয়। এ সময়ে ওই ঘর তালাবদ্ধ থাকায় এ করুণ মৃত্যু ঘটনা ঘটে। আগুনে পুড়ে অঙ্গার হয়ে যাওয়া শিশু হাবিল সেখ (৭) ও চাদনী (৪) ওই গ্রামের কৃষক খোকন শেখের সন্তান। নিহতের পরিবারসূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার দুপুরের পর পরিবারের সদস্যদের নিয়ে কৃষক খোকন সেখ তার দু শিশু সন্তানদের সাথে খাবার খান। পরে তাদের দু শিশু সন্তান হাবিল ও চাদনী ঘুমিয়ে পড়ে। দুপুরের পর স্ত্রীকে সাথে নিয়ে ঘুমিয়ে থাকা ঘরে তালা দিয়ে পার্শ্ববর্তী মাছের ঘেরে যায় খোকন সেখ। এ সময়ে ওই ঘরের সাথের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের শিখা ছড়িয়ে পড়ে  পুরো ঘরে। আশ পাশের লোকজন আগুনের লেলিহান দেখে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। ঘরে আগুন লাগার খবর শুনে বাড়িতে খোকন সেখ ছুটে এলেও তাদের সন্তানদের জীবিত উদ্ধার করতে পারেননি। কাঠের ঘরে লাগা তালাবন্ধ অবস্থায় লাগা আগুনে পুড়ে পুড়ে অঙ্গার হয় খোকনের দু শিশু সন্তান।