বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার নির্বাচন ॥ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ

সভাপতি ও সদস্য পদে একজন করে সতন্ত্রসহ ভোটযুদ্ধে দুটি প্যানেল
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। মনোনয়ন পেশকারী সকল প্রার্থীই রয়েছেন প্রার্থী তালিকায়। আগামীকাল প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। সভাপতি ও সদস্য পদে একজন পৃথকভাবে ও পৃথক দুটি প্যানেল পূর্ণ তালিকা নিয়ে জোর প্রচার প্রচারনা শুরু করেছে। প্যানেল দুটি হলো- লেমন-জগলু-ইবু পরিষদ ও চান্নু-বাবু-মাসুদ পরিষদ।
নির্বাচন কমিশনার হাজি অ্যাড. সেলিম উদ্দীন খান স্বাক্ষরিত চূড়ান্ত প্রার্থী তালিকা গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বড়বাজার মুক্তিযোদ্ধা সংসদ মার্কেটের দ্বিতীয় তলায় তথা সমিতির প্রধান কার্যালয়ের নিচতলার নোটিশ বোর্ডে ঝুলিয়ে দেন সমিতির অফিস সহকারী কদম রসুল। প্রার্থী তালিকায় বলা হয়, ১৮ অক্টোবর দোকান মালিক সমিতির ৫ম বার্ষিক নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের দিন ধার্য ছিলো। মনোনয়নপত্র প্রত্যাহার না হওয়ায় নি¤œ লিখিত প্রার্থীগন চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হলো। সভাপতি পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- হাজি আসাদুল হোসেন জোয়ার্দ্দার লেমন, গিয়াস উদ্দীন, হাজি সালাউদ্দীন চান্নু। সিনিয়র সহ সভাপতি পদে দুজন প্রতিদ্বন্দ্বী আব্দুল কদের জগলু ও সামসুল আলম বাবু। সহসভাপডিত পদে ৫টি আসনে ১০ জন প্রার্থীরা হলেন- নীল রতন সাহা, হাজি শাহাবুদ্দিন, মহিদুল ইসলাম ভাষা, সামসুজ্জামান খোকন, সফি উদ্দিন, মফিজুর রহমান, হেলাল উদ্দীন, মশিউর রহমান, শহিদুল হক কদর ও রমজান আলী জোয়ার্দ্দার। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী দুজন হলেন ইবরুল হাসান জোয়ার্দ্দার ও মাসুদুর রহমান। যুগ্ম সম্পাদক পদে হাজি সেলিম রেজা ও ওহিদুল ইসলাম বিশ্বাস প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। সহসাধারণ সম্পাদক পদে তিনটি আসনে প্রতিদ্বন্দ্বী ৬ জন হলেন হাবিল হোসেন জোয়ার্দ্দার, দেলোয়ার উদ্দীন জোয়ার্দ্দার দুলু, নিশিত চক্রবর্তী, মশিউর রহমান, সাইদুর রহমান ও সামসুল আলম। কোষাধ্যক্ষ পদে তহিবুর রহমান জোয়ার্দ্দার বাবু ও ওসমান গনি প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। সাংগঠনিক সম্পাদক প্রতিদ্বন্দ্বী দুজন হলেন- নূরুজ্জামান খোকন ও শওকত হাসান। সহসাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন হেদায়েতুল্লাহ ম-ল ও এসএম শামীম মাসুদ। দফতর সম্পাদক পদে হাসান সাইফুল্লাহ খালিদ ও ফারুক হোসেন প্রতিদ্বন্দ্বিতার তালিকায় রয়েছেন। প্রচার সম্পাদক পদে মফিজুর রহমান মাফির সাথে ভোট যুদ্ধে শাহজাহান আলী। সাংস্কৃতিক সম্পাদক পদে পবিত্র কুমার আগরওলা ও খন্দকার জান্নাতুল ফেরদৌস সৌরভ প্রতিদ্বন্দ্বিতার তালিকায় রয়েছেন। ধর্ম ও সমাজসেবক সম্পাদক পদে দুজন প্রতিদ্বন্দ্বী হলেন- নাজমুল আলম খান ও আলাউদ্দীন। ক্রীড়া সম্পাদক পদে মহাসিন রেজা ও রেজাউল হক রিজা প্রতিদ্বন্দ্বিতা করছেন। সদস্য পদে প্যানেলভুক্তের বাইরের একক প্রাথী হিসেবে রয়েছেন এএইচএমএম কামাল তুহিন। সভাপতি পদে গিয়াস উদ্দীনও নির্বাচন করছেন এককভাবে। দুটি প্যানেল ভুক্ত সদস্য প্রার্থীরা হলেন যথাক্রমে- আব্দুর রহিম, জাকির হোসেন, আসহানুল্লাহ মামুন, মনিরুজ্জামান মুকুল, জয়দেব কুমার দেবনাথ, আব্দুল মালেক, হামিদুর রহমান জনি, দারুল ইসলাম, আবু সাঈদ, সুলতান আরেফীন, আব্দুর রাজ্জাক, দিলিপ কুমার সাধু খা, আরিফুজ্জামান, শফিকুল ইসলাম ঝন্টু, আরিফুজ্জামান চৌধুরী জুয়েল, মোয়াজ্জিন হোসেন বাবলু, মুরশেদ কামাল, জালাল উদ্দীন, আব্দুস সালাম, রবিউল হক রবি, সহিদ হোসেন বিশ্বাস, আসাদুজ্জামান শান্তি, হাজি সাইজুল হাসান, ইকতিয়ার হোসেন, মোমিনুল ইসলাম, মিন্টু ম-ল, মোশারফ হোসেন, কৃষ্ণ কুমার সাধু খা, গোলাম মেহেদী, সেলিম রেজা, পাচু গোপাল সাহা, শরিফুল ইসলাম, আব্দুর রব শেখ, মাহফুজুর রহমান জোয়ার্দ্দার মিজাইল, জাকির হোসেন, গোলাম মস্তফা শেখ মাস্তার, গিয়াস উদ্দীন বাচ্চু, মফিজুর রহমান জোয়ার্দ্দার হাবলু, মাহবুব আলম রিংকু, কিশোর কুমার কু-ু, নাজিম উদ্দীন, স্বপন, আজমল হোসেন ঝড়–, শাহিদু হাসান ফিরোজ, আব্দুল মালেক, আসলাম আলী, নওশাদ আলী, আব্দুল বারী, নূরুল আমিন, রাশিদুল হক তুষার, আতিয়ার, হাফিজুল হক লাভলু, দিপংকর দে, গোলাম মওলা খান, হাজি রমজান আলী, শেখ পিয়ার মোহাম্মদ, আবুল কালাম, রোকন উদ্দীন মিলো, টিপু সুলতান মালিক, আহসান খান, জাকির হোসেন টুটুল, আশরাফুর রহমান জোয়ার্দ্দার মিলন, ইলিয়াস হোসেন, বজলুর রহমান, মাসুম বিশ্বাস, বিপ্লব হোসেন।