বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি চুয়াডাঙ্গা জেলা শাখার বিক্ষোভ মিছিল সমাবেশ : ষড়যন্ত্র রুখতে দেশে গ্যাস-বিদ্যুতের দাম না বাড়ানোর আহ্বান

 

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি চুয়াডাঙ্গা জেলা শাখা গতকাল শনিবার বিকেলে বিক্ষোভ মিছিল বের করে। সন্ত্রাসবাদ-জঙ্গিবাদের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল সমাবেশ থেকে দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখে জাতীয় স্বার্থ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  দেশে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ রুখতে সরকারকে শক্ত হাতে পদক্ষেপ নেয়ার তাগিদ দিয়ে বিক্ষোভ মিছিল-সমাবেশের বক্তারা বলেন, এমনি এ বছর দেশের মানুষ অর্থনৈতিক সঙ্কটে ভুগছে। দেশে বন্যা হয়েছে। ফসলের দাম নেই। তার ওপর গ্যাস, বিদ্যুতের দাম বৃদ্ধি হলে সরকারের ভাবমুর্তিক্ষুন্ন হবে। ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্রের সুযোগ পাবে। ফলে এই মুহূর্তে গ্যাস বিদ্যুতের দাম না বাড়ানোর জোর দাব জানাচ্ছি।

বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, ওয়ার্কাস পার্টির চুয়াডাঙ্গা সভাপতি সিরাজুল ইসলাম শেষ, জেলা সম্পাদক আনোয়ার হোসেন, জেলা নেতা সৈয়দ মনজুর রহমান, জামাত আলী, যুব মৈত্রীর জেলা সভাপতি মামুন অর রশিদ, ছাত্র মৈত্রি নেতা আলমগীর হোসেন প্রমুখ।