বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে বঙ্গবন্ধুকে প্রাণ দিতে হয়েছে

চুয়াডাঙ্গা ভিমরুল্লাআওয়ালী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে হুইপ ছেলুন এমপি

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ভিমরুল্লা মহল্লা আওয়ীমী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা পৌর এলাকার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টায় চুয়াডাঙ্গা ভিমরুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম মিনু। প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, জাতীয় শ্রমীকলীগের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আফজালুল হক বিশ্বাস, যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দীন হেলা, যুবলীগ নেতা আব্দুল কাদের, জাতীয় শ্রমীকলীগের চুয়াডাঙ্গা জেলা শাখার সহসভাপতি আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তার হোসেন মিলন, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সাত্তার, ওয়ার্ড যুবলীগের সভাপতি গোলজার হোসেন পিন্টু, জাতীয় শ্রমিকলীগের পৌর শাখার সহসভাপতি শফিকুল ইসলাম, ভিমরুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম মোহাম্মদ প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা উর্দ্ধুতে কথা না বললে আমাদের ওপর নির্যাতন করা হতো। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেটা মেনে নেননি। তাই তিনি বাংলা ভাষার জন্য বাঙালিদের সাথে নিয়ে ঝাপিয়ে পড়েছিলেন রাষ্ট্রভাষা বাংলাকে প্রতিষ্ঠিত করার জন্য।  আমরা বাঙালি, বাংলায় কথা বলি। বাংলাদেশকে প্রতিষ্ঠা করতে গিয়েই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রাণ দিতে হয়েছে। আমাদের কোনো মানচিত্র ছিলো না। বঙ্গবন্ধু আমাদের একটা মানচিত্র উপহার দিয়েছে। এ মানচিত্র ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত মানচিত্র। আমাদের ৯ বছরেরর শাসনে দেশ অনেক উন্নত হয়েছে। আমাদের শাসনামলে লেখাপড়াসহ চিকিৎসার মানও অনেক উন্নত হয়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ ওষুধ মজুত আছে। আপনারা হাসপাতাল চিকিৎসা নেয়ার পর কেউ ওষুধ না নিয়ে বাড়ি ফিরবেন না। আওয়ামী লীগ সরকার লাখ লাখ  টাকার ওষুধ দিয়েছে গরীব দুঃখী মানুষের জন্য। অনুষ্ঠান শেষে ভিমরুল্লা ১নং ওয়ার্ডের ৩ সদস্য বিশিষ্ট গ্রাম কমিটির নাম ঘোষণা করা হয়। সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক আব্দুস সালাম এবং সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলামের নাম ঘোষণা করলে সকলে করতালির মাধ্যমে নতুন কমিটির সদস্যদের স্বাগত জানায়। উপস্থাপনা করেন পেশাজীবী লীগের আহ্বায়ক একরামুল হক সোহেল।