বর্তমার সরকার প্রতিবন্ধীদের সম্পদে পরিণত করতে চায়

দামুড়হুদায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণকালে এমপি আলী আজগার টগর

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদের অর্থায়নে ২২ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার, ৪টি স্কুলের বাদ্যযন্ত্র ড্রামসেট এবং প্রতিটি ইউনিয়নে আমচাষিদের ব্যবহারের জন্য ৩০টি ফুটপাম্প বিতরণ করা হয়। চুয়াডাঙ্গা-২ আসনের এমপি আলী আজগার টগর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন। তিনি বলেন, একমাত্র আওয়ামী লীগ সরকার ছাড়া সব সরকারই প্রতিবন্ধীদের অবহেলা করেছে। তাদের বেঁচে থাকার নূন্যতম সুযোগ সুবিধা টুকুও দেয়া হয়নি। কিন্ত বর্তমান সরকার প্রতিবন্ধীদের বোঝা না ভেবে সম্পদে পরিণত করতে চায়। এছাড়া তিনি দামুড়হুদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, দশমী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দশমী সরকারি বালিকা বিদ্যালয় এবং বেবী কেয়ার হোম্স এই ৪ শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে বাদ্যযন্ত্র (ড্রামসেট) তুলে দেন এবং উপজেলার ৮ ইউনিয়নে মোট ৩০টি ফুটপাম্প (গাছে স্প্রে করার মেশিন) ইউপি চেয়ারম্যানদের হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান, দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার সুফি মো. রফিকুজ্জামান, সমাজসেবা অফিসার ছানোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন, উপজেলা সেনেটারী ইন্সপেক্টর শরীফ মোহাম্মদ আব্দুল মতিন, ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, আজিজুল হক আজিজ, এসএএম জাকারিয়া আলম, খলিলুর রহমান ভুট্টু, শরীফুল আলম মিল্টন, মোহাম্মদ আলী শাহ মিন্টু, শফিকুল ইসলাম, শাহ মো. এনামুল করিম ইনু, দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান, যুবলীগ নেতা আব্দুস সালাম ভুট্টু, আবুল হাশেম মেম্বার, প্রধান শিক্ষক নজরুল ইসলাম, মরীফ উদ্দীন, মফিজুর রহমান প্রমুখ। তিনি এর আগে দামুড়হুদা উপজেলা স্টেডিয়ামে তালের আটি রোপণ করেন।