বর্তমান সরকার শ্রমিকদের জন্য মজুরি কমিশন ঘোষণার কথা বিবেচনা করছে

চুয়াডাঙ্গা মেহেরপুরসহ সারা দেশে নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান মে দিবস পালিত : প্রধান মন্ত্রী বললেন

 

স্টাফ রিপোর্টার: শ্রমিক-মালিক ঐক্য গড়ি, সোনার বাংলা গড়ে তুলি’ এ স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গা, মেহেরপুরসহ সারা দেশে মহান মে দিবস পালন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকার জীবনযাত্রার ব্যয়ের কথা বিবেচনা করে শ্রমিকদের জন্য মজুরি কমিশন ঘোষণার কথা বিবেচনা করছে, যাতে তারা পর্যাপ্ত বেতন-ভাতা পেতে পারে। ঐতিহাসিক মে দিবস উপলক্ষে শুক্রবার বিকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন। এদিকে চুয়াডাঙ্গা মেহেরপুর, ঝিনাইদহসহ সারা দেশেই দিবসটি পালিত হয়েছে। এদিন চুয়াডাঙ্গায় সকাল ১০টায় টাউন ফুটবল মাঠ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এরপর জেলা প্রশাসন ও শ্রমিক সংগঠনসমূহের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

Pic 03

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বেগম আনজুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু সাঈদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুর রাজ্জাক, পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার, মুক্তিযোদ্ধা জেলা কমান্ডের প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক, জেলা বাস-ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল ইসলাম ও সাধারণ সম্পাদক রিপন মণ্ডল এবং ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি সিরাজুল ইসলামসহ শ্রমিক নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন- জেলা ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, বিএডিসি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রেজাউল হক, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি শরিফ উদ্দিন ও হোটেল-মিষ্টি বেকারির সভাপতি বাবলু শেখ প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন জাতীয় শ্রমিক লীগের সভাপতি আফজালুল হক।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন বলেন, শ্রমিকেরা ১৮ ঘণ্টা কাজ কেন করবেন। কাজ ছেড়ে দেন। ৮ ঘণ্টার বাইরে কাজ করলে অতিরিক্ত টাকা দিতে হবে। গার্মেন্টসে ওভার টাইম দেয়া হয়। ট্রাকচালকরা রাতে না ঘুমিয়ে কাজ করেন সেটা ঠিক নয়। আবার যে শ্রমিক দু ঘণ্টা কাজ করবেন অথচ ৮ ঘণ্টার বেতন নেবেন সেটাও ঠিক নয়। শ্রমিকদের উচিত হবে মালিকদের প্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখা।

এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চুয়াডাঙ্গা শাখার উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার পৌর আমির মফিজুর রহমান জোর্য়াদার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির আনোয়ারুল হক মালিক ও বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মো. রুহুল আমিন, জেলা অফিস সম্পাদক অ্যাড. আসাদুজ্জামান।

আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, মহিলা শ্রমিকের মর্যাদা প্রতিষ্ঠার অঙ্গীকারে মহান মে দিবস উপলক্ষে আলমডাঙ্গা উপজেলা মহিলালীগের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলালীগের ভারপ্রাপ্ত সভানেত্রী সায়েদা ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দীন। মহিলালীগ নেত্রী কাজী স্নিগ্ধা হকের উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান শামীম আরা, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুসা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলি মাস্টার, পৌর সাংগঠনিক সম্পাদক সিরাজ উদ্দীন।

আলমডাঙ্গায় উপজেলা শ্রমিক ইউনিয়নের নানা আয়োজনের মধ্যদিয়ে মে দিবস শুক্রবার আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য ৱ্যালি ও আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের আলমডাঙ্গা শাখা কার্যালয় থেকে ৱ্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলমডাঙ্গা বাস টার্মিনালে শেষ হয়। মে দিবস আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবসের শ্রমিক ইউনিয়নের ৱ্যালিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন। ৱ্যালি শেষে আলোচনা সভায় শ্রমিক ইউনিয়নের সম্পাদক রফিকুল ইসলাম লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শ্রমিক ইউনিয়নের সভাপতি রিয়াজ উদ্দিন। উপস্থিত ছিলেন- শ্রমিক ইউনিয়নের সহসভাপতি আব্দুল কুদ্দুস, আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আ. হান্নান, ক্যাশিয়ার শাহাবুল ইসলাম, আকুল, জিনারুল, বিল্লাল, কেপাইতুল্লা, রাসেল, রবিউল, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি রঞ্জু শেখ, সম্পাদক রানা, সোহেল, মাসুমসহ সকল শ্রমিক। আলোচনা সভা শেষে সকল শহীদ শ্রমিক ও আলমডাঙ্গা শ্রমিক ইউনিয়ন শাখার যুগ্ম সম্পাদক মরহুম রাজাবুল ইসলামসহ সকল শ্রমিকের রুহের মাগফেরাত কামনা করে অনুষ্ঠান সম্পন্ন করেন।

অপরদিকে গত শুক্রবার সকালে আলমডাঙ্গা পৌরসভার উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় পৌর মেয়র মীর মহি উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী শ্রী সুশীল বাবু। পৌরসভার প্রধান সহকারী খাইরুল ইসলামের উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন লাইসেন্স পরিদর্শক আনিছুর রহমান, কসাইখানা পরিদর্শক সিরাজুল ইসলাম, স্টোরকিপার হামিদুল ইসলাম। আলোচনাসভায় পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। অপরদিকে দুপুরে আলমডাঙ্গা হোটেলশ্রমিক ইউনিয়নের সভাপতি মুক্তর নেতৃত্বে একটি ৱ্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদায় দিবসটি উপলক্ষে ৱ্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে দামুড়হুদা শ্রমিক ঐক্যপরিষদের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে বর্ণাঢ্য ৱ্যালি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ৱ্যালি শেষে শ্রমিক নেতা নুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দামুড়হুদা শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক এম নুরুন্নবী প্রমুখ।

দর্শনা অফিস জানিয়েছে, দর্শনায় মে দিবস পালন করেছেন বিভিন্ন সংগঠনের শ্রমিকরা। দিবসটি উপলক্ষে দর্শনায় সকাল ৮টায় বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়। দর্শনা কেরুজ চিনিকল শ্রমিক ইউনিয়ন, দর্শনা রেলবন্দরের বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ, রিকশা ও ভ্যানশ্রমিক ইউনিয়ন, মোটরশ্রমিক ইউনিয়ন, ইমারত ও নির্মাণশ্রমিক ইউনিয়ন শোভাযাত্রা করে। এরপর আলোচনাসভায় বক্তব্য রাখেন শ্রমিক নেতৃবৃন্দ।

জীবননগর ব্যুরো জানিয়েছে, এ দিবস উপলক্ষে মোটরশ্রমিক ইউনিয়ন ও নির্মাণশ্রমিক ইউনিয়ন পৃথক ৱ্যালি ও আলোচনাসভার আয়োজন করে। মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মেহের আলীর নেতৃত্বে শ্রমিক ৱ্যালিটি শহর প্রদক্ষিণ করে। নির্মাণশ্রমিক ইউনিয়নর সভাপতি সাজু হোসেনের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু মো. আ, লতিফ অমল। সকালে জীবননগর বাস-ট্রাক মোটরশ্রমিক ইউনিয়ন শহরে বর্ণাঢ্য ৱ্যালি বের করে। ৱ্যালি শেষে শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। একই সময়ে নির্মাণ শ্রমিক ইউনিয়ন লাল পতাকা হাতে বর্ণাঢ্য ৱ্যালি বের করে। ৱ্যালি শেষে ইউনিয়ন কার্যালয়ে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলন উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল। বিশেষ অতিথি ছিলেন পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম, হযরত আলী, নূর ইসলাম, সোমা মিস্ত্রি ও ফকির চাঁদ।

মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুরে মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে শুক্রবার সকাল ৯টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে জেলা প্রশাসক মাহমুদ হোসেনের নেতৃত্বে একটি ৱ্যালি বের করা হয়। ৱ্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ ড. সামসুজ্জোহা পার্কে গিয়ে শেষ হয়। ৱ্যালিতে অতিরিক্ত জেলা প্রশাসক মাজেদুর রহমান খান, এনডিসি আমীনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনা, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, জেলা ট্রাক ও ট্রাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আলী কদর, আল মামুনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে সেখানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মাহমুদ হোসেনসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

গাংনী প্রতিনিধি জানিয়েছেন, গাংনীতে নানা আয়োজনের মধ্যদিয়ে বিভিন্ন শ্রমিক সংগঠন পালন করেছে মহান মে দিবস। সকালে গাংনী উপজেলা ইমরাত নির্মাণশ্রমিক সমিতি, মোটরশ্রমিক ইউনিয়ন গাংনী শাখা, ট্রাক ও ট্রাঙ্কলরি শ্রমিক ইউনিয়ন ও রঙশিল্পী সংস্থা ৱ্যালি বের করে। ৱ্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইমারত নির্মাণশ্রমিক সমিতির কার্যালয়ের সামনে আলোচনাসভার মধ্যদিয়ে সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাহাত মান্নান, গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন, ইমারত নির্মাণশ্রমিক সমিতির সভাপতি হাফিজুল ইসলাম, সম্পাদক সাহিদুল ইসলাম, বাজার কমিটির সম্পাদক মাহবুবুর রহমান স্বপন, মোটরশ্রমিক ইউনিয়ন গাংনী শাখা সভাপতি জমির উদ্দীন, সম্পাদক বিপ্লব হোসেন, সহসভাপতি নাছির উদ্দীন, রঙশিল্পী সংস্থার সভাপতি রেজাউল হক, সম্পাদক বজলুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের শ্রমিকবৃন্দ।

মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, মুজিবনগরে দিবসটি উপলক্ষে গত শুক্রবার সকাল ১১টার দিকে মুজিবনগর ইরামত শ্রমিক ইউনিয়ন কার্যালয় চত্বর থেকে একটি ৱ্যালি বের করা হয়। ৱ্যালিতে নেতৃত্ব দেন মুজিবনগর ইরামত শ্রমিক ইউনিয়নের সভাপতি নাজিরুল ইসলাম। ৱ্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুজিবনগর শ্রমিক ইউনিয়ন অফিস চত্বরে সভাপতি নাজিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন আ.লীগ নেতা রফিকুল ইসলাম মোল্লা। বক্তব্য রাখেন মুজিবনগর ইরামত শ্রমিক ইউনিয়নের সম্পাদক হায়দার আলী, সহসভাপতি মমতাজ উদ্দীন, ইদ্রিস আলী প্রমুখ।