বর্তমান সরকারের মেয়াদেই ফোর-জি : জয়

 

স্টাফ রিপোর্টার: বর্তমান সরকারের মেয়াদেই ফোর-জি সুবিধার বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণলায়ের উদ্যোগে সরকারি কর্মকর্তাদের মধ্যে ২৫ হাজার ট্যাব বিতরণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন। সজীব ওয়াজেদ বলেন, ইতোমধ্যে আমরা থ্রি-জি বাস্তবায়ন করেছি। ২০১৫ সালের মধ্যে তা উপজেলা পর্যায়ে পৌঁছে যাবে। আমি কখনো একটা পর্যায়ে থেমে থাকতে চাই না। ২০১৬ সালে ফোর জির স্পেকট্রাম বসানো হবে। ওই বছরই এর কার্যক্রম শুরু হবে। এ সরকারের মেয়াদেই তা সব জায়গায় পৌঁছে যাবে। জয় বলেন, আপনারা জানেন, সবকিছু দুর্নীতি করলেও কম্পিউটার কখনো দুর্নীতি করে না। দেশের প্রতিটি মানুষকে যেন সরকারি সেবা পেতে কষ্ট না হয়, এজন্যই কাজ করা হচ্ছে। সরকারি সেবা যতো ডিজিটাইজড হবে, দুর্নীতি তত কমে আসবে। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের অংশ হিসেবে দেশের ২৫ হাজার সরকারি কর্মকর্তাকে ট্যাবলেট দেয়া হচ্ছে। ২৫ হাজার ট্যাবের মধ্যে বৃহস্পতিবার ১৮ হাজার ট্যাবলেট বিতরণ করা হয়।