বরিশালেরউজিরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫

 

 

স্টাফ রিপোর্টার: বরিশালেরউজিরপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায়৫০ জন। নিহতদের মধ্যে ১১ জনের পরিচয় পাওয়া গেছে। বাকি চারজনের পরিচয় পাওয়াযায়নি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এ ঘটনায় প্রায় তিন ঘণ্টা যানবাহনচলাচল বন্ধ ছিলো। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কেরইচলাদী এলাকায় এ ঘটনা ঘটে। ঢাকা থেকে বরিশালগামী হানিফ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১৪-০৫৯৪) জয়শ্রী থেকে নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতিতে বরিশালপ্রবেশপ্রান্তের শিকারপুর সেতুর টোলগেটের আগের বাম পাশে ৪টি দোকান, ৪টিরিকশা, ৫টি মিশুক ও ১টি টেম্পোকে চাপা দিয়ে টোলগেটের প্রায় ২০ হাত আগে খাদেপড়ে। এ সময় চাপা দেয়া যানবাহনগুলোর মধ্যে থাকা যাত্রী ও পথচারীরা চাপা পড়েপ্রাণ হারান। এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন। গুরুতর আহতদের হাসপাতালে নেয়াহলে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন ও বরিশাল শেবাচিমে ৩ জন মারা যান।ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় জনতা চাপাপড়া লাশ উদ্ধার করে।নিহতদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন- মামুন আকন, ইউনুস, জাহাঙ্গীর, নীল শরীফ, মতিউর রহমান, সেলিম, হারুন, মোজাম্মেল, সোহাগ, মুন্নিও জুয়েল। এরা সবাই ইচলাদীর ও আশপাশ এলাকার বাসিন্দা। এর মধ্যে রিকশা চালক, মিশুক চালক ও টেম্পো চালক রয়েছেন। উজিরপুর থানার ওসি আনোয়ার হোসেন ১১ জননিহতের সত্যতা স্বীকার করেছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘাতক বাসচালক বাসটি ফেলে পালিয়ে গেছে।