বন্ধুর ব্যাগ থেকে কোমল পানীয় ভেবে বিষ পান করে মৃত্যুর কোলে ঢলে পড়লো জীবননগর বৈদ্যনাথপুরের যুবক লেন্টু

জীবননগর ব্যুরো: বন্ধু বাজারের ব্যাগে করে কোমল পানীয় টাইগার বাড়িতে নিয়ে যাচ্ছে মনে করে লুকিয়ে তা বের করে পান করার পর মৃত্যুর কোলে ঢলে পড়লো জীবননগর উপজেলার বৈদ্যনাথপুরের যুবক লেন্টু (৩৫)। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে যশোর হাসপাতালে নেয়ার পথিমধ্যে তার মৃত্যু হয় বলে জানা গেছে।
এলাবাসী সূত্রে জানা যায়, বৈদ্যনাথপুর গ্রামের আবদার আলীর ছেলে মিঠু (৩৫) ফসলের ক্ষেতে দেয়ার জন্য হাসাদাহ বাজারের রাসায়নিক সার ও কীটনাশক ব্যবসায়ী আব্দুল খালেকের দোকান হতে ভারতীয় মাকড়নাশক লুজ মনোসীড কেনেন। ব্যবসায়ী আব্দুল খালেক ওই কীটনাশক ওষুধ কোমল পানীয় টাইগারের একটি বোতলে ভরে দেন। মিঠু বাজার করার ব্যাগে করে বিষ ভর্তি টাইগারের ওই বোতল নিয়ে বাড়ি বৈদ্যনাথপুরে ফিরছিলেন। সাথে ছিলেন বন্ধু একই গ্রামের আতিয়ার রহমানের ছেলে ২ সন্তানের জনক লেন্টু। কিছুদূর আসার পর মিঠু বন্ধু লেন্টুর হাতে ব্যাগটি দিয়ে রাস্তার পাশে প্রসব করতে বসেন। মিঠু বাজারের ব্যাগে করে টাইগার নিয়ে যাচ্ছে ভেবে লেন্টু এই ফাঁকে বোতল বের করে পান করে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর হাসপাতালে রেফার করেন। যশোর নেয়ার পথিমধ্যে তার মৃত্যু হয় বলে জানা গেছে। লেন্টুর লাশ রাতেই তার বাড়িতে নেয়া হয়েছে। এ ঘটনায় পরিবারটিতে শোকের ছায়া নেমে এসেছে। আজ শুক্রবার তার দাফন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।