বদরগঞ্জ মর্তুজাপুর ও নয়মাইল ভুলটিয়ায় ডাকাতদলের হানা

 

 

নগদ টাকাসহ বিভিন্ন মালামাল ডাকাতি

বদরগঞ্জ প্রতিনিধি:চুয়াডাঙ্গা জেলা সদরের মর্তুজাপুর ও নয়মাইল বাজার ভুলটিয়ায় ইটভাটা মালিক আবদুল মোতালেব মিয়ার ভাটাচেম্বারের ঘরের তালা ভেঙে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদল পৃথক দুটি স্থানে অস্ত্রের মুখে বাড়ির সকলকে জিম্মি করে সোনার গয়নাসহ নগদ প্রায় ৬০হাজার টাকার মালামাল লুট করে নিয়ে পালিয়েছে।

এলাকাবাসীসূত্রে জানাগেছে,গত রোববার রাত সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা সদরউপজেলার ৩নং কুতুবপুর ইউনিয়নের মর্তুজাপুর পশ্চিমপাড়ার জলিল মালিতার ছেলে রুবেল আলীর বাড়িতে ১০/১২ জনের ডাকাতদল বাড়িতে প্রবেশ করে। অস্ত্রের মুখে পরিবারের সকলকে জিম্মি করে নগদ ৪হাজার টাকা, ২জোড়া সোনার কানের দুল,১টি চেন,১টি রুলি,এক জোড়া নুপূর ছিনিয়ে নিয়ে যায় ডাকাতদল। একই সময়ে নয়মাইল বাজারের জাহাঙ্গীর আলমের দোকানের তালা ভেঙে নগদ ৭হাজার টাকাসহ বিভিন্ন মালামাল ডাকাতরা লুট করে নিয়ে যায়। রাত২টার দিকে ভুলটিয়া ইটভাটায় অবস্থিত তারিকুল ইসলামের বাড়িতে ১০/১২জন ডাকাত প্রবেশ করে তার স্ত্রী ফুলমতির গলায় ধারালো অস্ত্র ধরে একটি মোবাইল ফোন,২জোড়া কানের দুল,নগদ৩হাজার টাকা লুট করার পরই ডাকাতদল হামলা চালায় চুয়াডাঙ্গা জেলা ইটভাটামালিক সমিতির সাধারণ সম্পাদক আ.মোতালেবের ভুলটিয়া ইটভাটায় অবস্থিত চেম্বার ঘরে। পাঁচিল টপকে ভেতরে ঢুকে গেটের তালা ভেঙে আ.মোতালেবের ভাতিজা মাছিদুল হাসানকে ডাকাতদল চোখ-হাত বেঁধে চেম্বার ঘরের বিভিন্ন কাগজপত্র তছনছ করে। পরে মাছিদুলের কাছ থেকে একটি মোবাইলফোনসহ প্রায় ১১হাজার টাকার মালামাল লুট করে পালিয়ে যায়। খবর পেয়ে সিন্দুরিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো.আ.সাজ্জাদ আহমেদ দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ডাকাতদল পালিয়ে যেতে সক্ষম হয়।