বদরগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরচিালনা : ৫ দোকানে ৪ হাজার টাকা জরমিানা

বদরগঞ্জ প্রতনিধি: চুয়াডাঙ্গা সদর উপজলোর বদরগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরচিালনা করে ৫ দোকান থকেে ৪ হাজার টাকা জরমিানা আদায় করা হয়ছে।ে গতকাল সোমবার বলো ১টার দকিে চুয়াডাঙ্গা সদর উপজলোর কুতুবপুর ইউনয়িনরে বদরগঞ্জ বাজাররে এ ভ্রাম্যমাণ আদালত পরচিালনা করনে সদর উপজলো নর্বিাহী ম্যাজস্ট্রিটে মৃনাল কান্তি দ।ে এ সময় বদরগঞ্জ বাজাররে দধি ভান্ডার দোকানরে সামনে ময়লা আর্বজনা থাকায় দধি ভাণ্ডার মালকি আনন্দ ঘোষরে ১ হাজার টাকা, ভাই ভাই স্টোর মুদরি দোকানরে তলে রাখা আসবারপত্র সরকারি রাস্তার ওপর রাখায় দোকান মালকি আব্দুল জব্বার আলীকে ১ হাজার টাকা, বল্লিাল স্টোর মুদরি দোকানরে সামনরে সরকারি জায়গা দখল করে তলেরে ড্রাম রাখায় ১ হাজার টাকা, মায়রে র্আশবিাদ স্টোররে তলেরে আসবারপত্র চলাচল রাস্তার জায়গায় রাখায় দোকান মালকি বকিাশ কুমারকে ৫শ টাকা ও বাচ্চুরা ইলকেট্রকিস বাচ্চু বডিি আরকে ৫শ টাক জরমিানা করা হয়। তাৎক্ষণি ভ্রাম্যমাণ আদালতে জরমিানা দয়িে সকলইে মুক্ত হন। ভ্রাম্যমাণ আদালত পরচিালনার সময় উপস্থতি ছলিনে সরোজগঞ্জ ক্যাম্প পুলশিরে ইনর্চাজ শফকিুল ইসলাম।