বগুড়ায় পুলিশের সাঁজোয়া যানে পেট্রোল বোমা হামলা

স্টাফ রিপোর্টার: বগুড়ায় একুশের বইমেলায় নিরাপত্তাকাজে টহলের সময় পুলিশের সাঁজোয়া যান (এপিসি) লক্ষ্য করে পেট্রোল বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের সাতমাথায় জেলাস্কুলের ফটকের সামনে এ ঘটনা ঘটে। পেট্রোল বোমায় সাঁজোয়া যানটিতে আগুন ধরে গেলেও পুলিশ দ্রুত তা নিভিয়ে ফেলে। জেলাস্কুলের কাছে শহীদ খোকন শিশু উদ্যানের (পৌর পার্ক) বাইরের দু রাস্তায় গতকাল থেকে একুশের বইমেলা শুরু হয়েছে। ওই মেলার আয়োজকেরা জানান, মেলা থেকে কিছুটা দূরে পেট্রোল বোমা হামলা হয়েছে। তবে এতে মেলার নিরাপত্তায় কোনো প্রভাব পড়েনি। বগুড়ার সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একুশে ফেব্রুয়ারি উপলক্ষে শুরু হওয়া বইমেলা ও শহরের নিরাপত্তা দিতে সাঁজোয়া যানটি টহল দিচ্ছিলো। সন্ধ্যায় জেলাস্কুলের ফটকে দাঁড়ানো অবস্থায় দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছোঁড়ে। এতে গাড়িটির ছাদে আগুন ধরে যায়। তবে দ্রুত আগুন নেভানোয় গাড়িটির বড় ধরনের ক্ষতি হয়নি।