বকশিপুরে ইয়ারগানে পাখি মারতে গিয়ে বিপত্তি : গুলি লেগে শিশু রাতুল আহত

আলমডাঙ্গা ব্যুরো: পাখি মারতে গিয়ে আলমডাঙ্গার বকশিপুর গ্রামে অসাবধানতাবসত ইয়ারগানের গুলি মাথায় লেগে রাতুল নামের ৫ বছরের এক শিশু মারাত্মক আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় রেফার করা হয়েছে।
জানা গেছে, আলমডাঙ্গার বকশিপুর গাঙে মাছ চাষ করা হয়। জগন্নাথপুর গ্রামের পিন্টু ওই গাঙে পাহারাদারের কাজ করেন। তার কাছে থাকা ইয়ারগান নিয়ে বকশিপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে কয়েকদিন আগে পাখি মেরে বেড়াচ্ছিলো। সে সময় অসাবধানতাবসত একই গ্রামের ইউনুস আলীর ৫ বছরের ছেলে রাতুলের মাথায় ইয়ারগানের গুলি লেগে আহত হয়। মারাত্মক আহতাবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে রেফার করা হয়। আহত রাতুলের অবস্থা আশঙ্কাজনক বলে গ্রামবাসীসূত্রে জানা গেছে।