বউকে বোন সাজিয়ে অন্যের হিসাব নম্বর থেকে টাকা উত্তোলনের অপচেষ্টা

 

দামুড়হুদার কার্পাসডাঙ্গা জনতা ব্যাংকে টাকা উত্তোলন করতে গিয়ে এক দম্পতি গ্যাড়াকলে

 

ভ্রামম্যাণ/কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা জনতা ব্যাংকে অন্যের ডিপিএস একাউন্ট থেকে টাকা উত্তোলন করতে গিয়ে ধরা পড়েছেন এক দম্পতি। বউকে বোন সাজিয়ে টাকা উত্তোলন করতে গিয়ে ধরা পড়ে তারা। ঘটনাটি ঘটেছে গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে। ক্ষমা চেয়ে দম্পতি পার পায়।

ব্যাংকসূত্রে ও কয়েকজন গ্রাহকসূত্রে জানাগেছে, কার্পাসডাঙ্গা জনতা ব্যাংকের মাঝপাড়ার বিল্লাল হোসেনের স্ত্রী আফরোজা খাতুন ডিপিএস হিসাব খোলেন। যার হিসাব নং- ১৩১১৬। ওই ডিপিএস’র মেয়াদ উর্ত্তীণ হয়ে যায়। সেই টাকা গোপনে উত্তোলন করতে যান কার্পাসডাঙ্গা খাবলীপাড়ার মৃতফকির মল্লিকের ছেলে শফিকুল ইসলাম ও তার স্ত্রী রেহেনা বেগম। ব্যাংকের ম্যানেজারের কাছে শফিকুল ইসলাম তার স্ত্রীকে বোন পরিচয় দিয়ে আফরোজার হিসাব নম্বর থেকে টাকা উত্তোলনের জন্য আবেদন করেন। হিসাব নম্বরের কাগজ ও তাদের দেয়া কাগজপত্র যাচাই-বাছাই করে ভুয়া প্রমাণিত হয়। স্বামী-স্ত্রীকেতিন ঘণ্টা আটকের পর নিজের কুকর্মের কথা স্বীকার করে ম্যানেজারসহ অন্যান্য কর্মকর্তাদের কাছে ক্ষমা চেয়ে পার পায় এ দম্পতি।