ফেনসিডিল পাচার : কবিখালীর দু নারীর কারাদণ্ড

জীবননগরের তেতুলিয়ায় পুলিশের হাতে ফেনসিডিলসহ গ্রেফতার মামলার রায়

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা কবিখালীর ভাদি ওরফে ভাদে খাতুন ও আয়েশা ওরফে ছোট বুড়ির ৫ বছরের করাদণ্ড ও ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। চুয়াডাঙ্গার যুগ্ম জেলা ও দায়রা জজ ২ তথা স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর বিজ্ঞ বিচারক মোহাম্মদ আব্দুর রহিম গতকাল রোববার দুপুরে আসামিদ্বয়ের উপস্থিতিতে জনাকীর্ণ আদালতে এ রায় প্রদান করেন।

মামলাসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা সদরের কবিখালীর মৃত শের আলীর স্ত্রী ভাদি ওরফে ভাদে খাতুন ও একই গ্রামের মোয়াজ্জেল ওরফে রাজ্জাকের স্ত্রী আয়েশা ওরফে ছোট বুড়ি ২০০৮ সালের ৯ জুলাই জীবননগর পুলিশের হাতে ধরা পড়ে। জীবননগরের তেঁতুলিয়া থেকে দুজনকে আটকের সময় তাদের নিকট থেকে উদ্ধার করা হয় ১শ বোতল করে দু শ বোতল ফেনসিডিল। ফেনসিডিল পাচারের অভিযোগে মামলা রুজু করা হয়। বিজ্ঞ আদালত ১০ জনের সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্যপ্রমাণ পরীক্ষা করে আসামি দুজনের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ এর বি ( ২) ধারায় দোষী সাব্যস্ত করে উপরোক্ত দণ্ডাদেশ দেন।