ফেনসিডিল ও মদসহ আটক ৩ : ভ্রাম্যমাণ আদালতে জেল

দামুড়হুদার বিভিন্ন সমান্তে বিজিবির মাদকবিরোধী পৃথক অভিযান

 

দর্শনা অফিস: দামুড়হুদার বিভিন্ন সীমান্তের বিজিবি সদস্যরা মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়েছেন। এ অভিযানে বিজিবি সদস্যরা উদ্ধার করেছেন ফেনসিডিল ও মদ। আটক করেছেন অভিযুক্ত ৩ মাদক পাচারকারীকে। ভ্রাম্যমাণ আদালতে আটককৃত ৩ জনকেই কারাদণ্ড দেয়া হয়েছে। গত শনিবার রাত ৩টার দিকে দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার রবিউল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা দক্ষিণচাঁদপুরে। বিজিবি সদস্যরা দক্ষিণচাঁদপুর থেকে পরিত্যক্ত অবস্থায় ১০৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। একই রাত ৪টার দিকে দামুড়হুদার সুলতানপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার আরাফাতুল্লাহ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ঝাঝাডাঙ্গায়। বিজিবি সদস্যরা ঝাঝাডাঙ্গা থেকে পরিত্যক্ত অবস্থায় ৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। গতকাল রোববার সকাল ৭টার দিকে দর্শনা নিমতলা বিজিবি ক্যাম্পের হাবিলদার মিজানুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান জীবননগর উপজেলার সন্তোষপুরে। বিজিবি সদস্যরা প্রধান সড়কের ওপর থেকে ঝিনেইদাহের মহেশপুর উপজেলার স্বরুপপুর গ্রামের মোসলেম মাস্টারের ছেলে শরিফুলকে আটক করে। বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, শরিফুলের কাছ থেকে উদ্ধার করা হয় ১১ বোতল ফেনসিডিল ও ৬ বোতল ভারতীয় মদ। এ ঘটনায় হাবিলদার মিজানুর রহমান বাদী হয়ে শরিফুলের বিরুদ্ধে জীবননগর থানায় দায়ের করেছেন মামলা। ভোর ৫টার দিকে নিমতলা বিজিবি ক্যাম্পের হাবিলদার মিজানুর রহমানের নেতৃত্বে নায়েক আব্দুল আওয়াল গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান সিংনগর হালদারপাড়া মাঠে। বিজিবি সদস্যরা ওই মাঠ থেকে আটক করে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের রাঙ্গিয়ারপোতা গ্রামের আব্দুল মজিদের ছেলে রহিদুল ও জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সিংনগরের হাতেম আলীর ছেলে খায়রুলকে। বিজিবি সদস্যরা আটককৃতদের কাছ থেকে উদ্ধার করে ৬০ বোতল ভারতীয় মদ। এ ঘটনায় নায়েক আওয়াল হোসেন বাদী হয়ে খায়রুল ও রহিদুলের বিরুদ্ধে গতকাল রোববার জীবননগর থানায় মামলা দায়ের করেন। এদিকে আটককৃত অভিযুক্ত ৩ মাদক পাচারকারীকে গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে হাজির করা হয় জীবননগর উপজেলা নির্বাহী অফিসারের ভ্রাম্যমাণ আদালতে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার অভিযুক্ত ৩ মাদক পাচারকারীকে ১ বছর করে কারাদণ্ডে দণ্ডিত করেছেন।।