ফেনসিডিলসহ হাটবোয়ালিয়ার মাদকসম্রাট পাঞ্জাব গ্রেফতার

 

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার হাটবোয়ালিয়ার ধনাঢ্য মাদকসম্রাট পাঞ্জাবকে (৪২) পুলিশ গ্রেফতার করেছে।গতকাল মঙ্গলবার ভোরে পুলিশ তাকে গ্রেফতার করার সময় তার রান্নাঘর থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।এ সময় পাঞ্জাবের পিতা ওমর আলি আরও ৫০ বোতল ফেনসিডিল বস্তায় ভরে নিয়ে দৌঁড়ে পালিয়ে যায় বলে এলাকাবাসী অভিযোগ করেছে।

জানাগেছে, হাটবোয়ালিয়া ফাঁড়ি পুলিশ এলাকার মাদকসম্রাট পাঞ্জাব আলীকে গ্রেফতার করতে উঠে পড়ে লাগে।হাটবোয়ালিয়া ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই নাসির ডিএসবি হারুনের সহযোগিতায় গোপনে পাঞ্জাবের মাদকব্যবসা সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন।প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার ভোর থেকে এসআই নাসির সঙ্গীয় ফোর্স নিয়ে পাঞ্জাবের বাড়ির নিকটে ওত পেতে থাকেন।এর কিছুক্ষণের মধ্যেই দু ব্যক্তি ২ বস্তা ফেনসিডিল নিয়ে পাঞ্জাবের বাড়িতে ঢোকে। এর পরপর পুলিশ পাঞ্জাবের বাড়িত প্রবেশ করে প্রথমে পাঞ্জাবকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক পুলিশ তার রান্নাঘর থেকে ৫০ বোতল ফেনসিডিল ভর্তি ১টি বস্তা উদ্ধার করে। ওই সময় পাঞ্জাবের পিতা ওমর আলী আরও ৫০ বোতল ভর্তি পৃথক আরেকটি বস্তা নিয়ে পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

পুলিশ ও এলাকাসূত্রে জানা গেছে, হাটবোয়ালিয়ার মাদকসম্রাট পাঞ্জাব ও পার্শ্ববর্তী হাঁটুভাঙ্গা গ্রামের আরেক মাদকসম্রাট তাইজেলসহ আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন মাদকব্যবসায়ীর মহাজন হচ্ছে গাংনী উপজেলার খাসমহল গ্রামের জারা ও হামিদ। গতকাল ভোরে এ ২ মাদক মহাজনের লেবার একই গ্রামের সাহেব আলী ও আরফিন ওই ২ বস্তায় মোট ১০০ বোতল ফেনসিডিল পাঞ্জাবের বাড়ি পৌঁছে দেয়।সাধারনত ২ দিন পর পর পাঞ্জাবের ফেনসিডিলের চালান তারা বয়ে নিয়ে আসে বলে এলাকার একটি সূত্র জানিয়েছে।