ফেনসিডিলসহ আকন্দবাড়িয়ার তাসলিমা আটক

চুয়াডাঙ্গা আকন্দবাড়িয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযান

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা ফেনসিডিলের ঘাটি নামে খ্যাত আকন্দবাড়িয়ার তমালতলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তামালতলার মাদককারবারি তাসলিমা বেগমকে (৪৫) আটক করেছেন। আটককৃত তাসলিমাকে মালামালসহ চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে।
চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক বিশ্বাস মফিজুল ইসলাম, উপপরিদর্শক আবুল কালাম আজাদ ও সহকারী উপপরিদর্শক আকবর হোসেন গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া গ্রামের তমালতলাপাড়ার রহমত আলীর বাড়িতে। এ সময় রহমত আলীর স্ত্রী তাসলিমা বেগমকে আকট করে মাদকদ্রব্যর নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্য। তাসলিমা বেগমের স্বীকারোক্তিতে তার ঘর তল্লাশি করে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, গ্রামের ছানোয়ার হোসেন ওরফে ছানুর ছেলে রানা রাতের আঁধারে ভারত থেকে ফেনসিডিল এনে তাসলিমার হেফাজতে রাখতো। এর বিনিময়ে রানা পাতা প্রতি ১শ টাকা করে কমিশন দিতো তাসলিমাকে। রানা এলাকার একজন চিহ্নিত মাদককারবারি। এ বিষয়ে রানার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার মোবাইলফোন বন্ধ পাওয়া যায়। গতকালই এ ঘটনায় আটককৃত তাসলিমার বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক মালামালসহ চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।