ফিলিস্তিনের নিরপরাধ বেসামরিক জনগণের ওপর ইসরাইলি হামলার প্রতিবাদেচুয়াডাঙ্গায় বিএমএ’র বিক্ষোভ সমাবেশ

 

 

স্টাফ রিপোর্টার: ফিলিস্তিনের গাজায় নিরীহ নিরপরাধ নারী-শিশুসহ বেসামরিক জনগণের ওপর ইসরাইলের মানবতাবিরোধী বর্বরোচিত হামলা ও হত্যার প্রতিবাদ এবং যুদ্ধ বন্ধের দাবিতে চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ চুয়াডাঙ্গা শাখা গতকাল রোববার দুপুরে সদর হাসপাতাল চত্বরে এ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করে।

বিএমএ চুয়াডাঙ্গা শাখার সভাপতি ডা. মার্টিন হীরক চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন ও ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. পরিতোষ কুমার ঘোষ। বক্তারা মানবতাবিরোধী এই যুদ্ধ বন্ধে জাতিসংঘসহ বিভিন্ন মানবাধিকার সংগঠনের সহযোগিতা কামনা করেন।

এসময় ডা. বেলাল উদ্দীন, ডা. আসাদুর রহমান মালিক খোকন, ডা. মাহবুবুর রহমান মিলন,ডা.এমএম নুরুদ্দীন রুমী, ডা. মাসুদ রানা, ডা. জয়নাল আবেদীন ডা. এমবি আজম, ডা. তারিক, ডা. আকলিমা খাতুন, ডা. তানিয়া, ডা. সুমিসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।