ফিলিপাইনে ঘূর্ণিঝড় :নিহত ১০

মাথাভাঙ্গা মনিটর: ফিলিপাইনে শক্তিশালী ঘূর্ণিঝড় রাম্মাসানের আঘাতেকমপক্ষে ১০ জন নিহত হয়েছে। প্রাণহানির সংখ্যা আরও বেশি হতে পারে। ৩ লাখ ৭০হাজার বাসিন্দাকে বাড়ি-ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছেকর্তৃপক্ষ। কোনো কোনো অঞ্চলে বন্যা দেখা দিয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কাকরছে কর্তৃপক্ষ। রাজধানী ম্যানিলা সম্পূর্ণ অচল হয়ে পড়েছে। বিস্তীর্ণঅঞ্চলে বিদ্যুত যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। অসংখ্য গাছপালা উপড়েগেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়ি-ঘর ও অন্যান্য স্থাপনা। প্রথমে ঘূর্ণিঝড়টি দেশটির পূর্বাঞ্চলীয় আলবেইপ্রদেশে আঘাত হানে। বিভিন্ন স্কুল, জিমনেশিয়াম ও হলকে আশ্রয়কেন্দ্র হিসেবেঘোষণা করা হয়েছে। হাজার হাজার মানুষ সেখানে আশ্রয় নিচ্ছেন। লুজন দ্বীপেরওপর দিয়ে ঘূর্ণিঝড়টি ম্যানিলার দক্ষিণে অগ্রসর হচ্ছিলো। এদিকে সরকারি অফিস, মার্কেট ও স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে আগেই। ধ্বংসস্তূপের তলায় আটকাপড়েছেন অনেকেই। উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।