ফলোআপ: চুয়াডাঙ্গা হরিশপুরে শিশু স্বাধীন হত্যার পাঁচ দিনের মাথায় ঘটনাস্থল পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার

 

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের হরিশপুর গ্রামের শিশু স্বাধীন হত্যার ৫ দিনের মাথায় গতকাল মঙ্গলবার বিকেল ৫টায় ঘটনাস্থল পরিদর্শনে যান চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন। তিনি বলেন, কী কারণে শিশু স্বাধীনকে হত্যা করা হয়েছে, কে হত্যা করেছে তার রহস্য পুলিশের নাকের ডগায়। তবে হত্যাকারী যেই হোক না কেন তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। হত্যাকারীর মুখোশ উন্মোচন এখন সময়ের ব্যাপার মাত্র।

উল্লেখ্য, গত শুক্রবার রাত ২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের হরিশপুর পূর্বপাড়ার আশরাফুল ও তার স্ত্রী ছনিয়া বেগমের বিছানা থেকে ১৮ দিনের শিশু সন্তান স্বাধীনকে তুলে নিয়ে বাড়ির পাশে সাইদুরের বাঁশবাগানের ডোবার পানিতে ফেলে হত্যা করে নরপশুরা। এ ঘটনায় স্বাধীনের মা ছোনিয়া বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় অজ্ঞাত নামে একটি হত্যামামলা দায়ের করেন। ঘটনার ৫ দিনের মাথায় গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে যান চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন। অতিরিক্ত পুলিশ সুপারের সাথে ছিলেন মামলার তদন্তকারী অফিসার বেগমপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শফিকুল ইসলাম, হিজলগাড়ি ক্যাম্প ইনচার্জ এএসআই মুহিতুর রহমান মুহিত।