ফলোআপ : চুয়াডাঙ্গা আকন্দবাড়িয়ার বোমা তৈরির কারিগর নাজমুলকে জেলহাজতে প্রেরণ

 

খইরুজ্জামান সেতু: চুয়াডাঙ্গা সদরের আকন্দবাড়িয়া গ্রামের মাদকসম্রাট ও বোমা তৈরির কারিগর গ্রেফতারকৃত নাজমুলকে একাধিক মামলায় জেলহাজতে প্রেরণ করেছেন আদালত। এদিকে নাজমুলের গ্রেফতারের খবর পেয়ে তার সাঙ্গপাঙ্গরা গাঢাকা দিয়েছে।

জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই শিকদার মনির হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে গত সোমবার রাত ১০টার দিকে সন্ত্রাসবিরোধী বিশেষ চালিয়ে গ্রেফতার করেন এলাকার চিহ্নিত মাদকব্যবসায়ী বোমা তৈরির কারিগর হান্নানের ছেলে নাজমুলকে (৩৪)। পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজমুল বেশ কিছু তথ্য দিয়েছে যা তদন্তের স্বার্থে গোপন রেখেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালের দিকে গ্রেফতারকৃত নাজমুলকে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করলে থানা পুলিশ নাজমুলকে দুপুরের দিকে কোর্টহাজতে প্রেরণ করেন। আদালত নাজমুলকে জেলহাজতে প্রেরণ করার নির্দেশ দেন। এলাকাবাসী বলেছে, নাজমুল দীর্ঘদিন থেকে মাদকব্যবসার সাথে জড়িত। তার রয়েছে নিজস্ব একটি বাহিনী। সে নিজে একজন বোমা তৈরির কারিগর। বৃহস্পতিবার গভীর রাতে নিজবাড়ির ছাদের ওপর বোমা তৈরি করতে গিয়ে বোমার বিস্ফোরণে দু হাতে আঘাত পায়। এছাড়াও যখন সে ফেনসিডিলের চালান নিয়ে রাতে বের হতো তখন বোমার ব্যাগ নিয়ে পথ চলতো। তার ভয়ে এলাকাবাসী মুখ খুলতে সাহস পায়নি। এছাড়াও নাজমুল বিজিবি সোর্স সামাদের ওপর বোমা হামলার প্রধান আসামি।