ফলোআপ : চুয়াডাঙ্গার হরিশপুরে সন্তান হত্যার অভিযোগে পিতা আশরাফুলের দু দিনের রিমান্ড মঞ্জুর

 

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের হরিশপুর গ্রামে ১৮ দিনের শিশুসন্তান হত্যার অভিযোগে পিতা আশরাফুলকে গ্রেফতার করে পুলিশ। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আদালতের নিকট ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত দু দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে মামলার বাদী আশরাফুলকে বাঁচাতে এবং সন্তান হত্যার বিষিয়টি কাল্পনিক গল্প বানিয়ে শাক দিয়ে মাছ ঢাকার পাঁয়তারা করছেন বলে পুলিশ ও স্থানীয়রা জনিয়েছেন।

জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের হরিশপুর পূর্বপাড়ার স্বামী আশরাফুল ও স্ত্রী ছোনিয়া বেগমের বিছানা থেকে ১৮ দিনের শিশুসন্তান স্বাধীনকে কে বা কারা তুলে নিয়ে বাড়ির পাশে ডোবার পানিতে ফেলে হত্যা করে। হত্যার পরের দিন স্বাধীনের মা ছোনিয়া বাদী হয়ে অজ্ঞাত নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় ৯ সেপ্টেম্বর ৫ জনকে জিজ্ঞাসাবাদও করে পুলিশ। পরের দিন স্বাধীনের পিতা আশরাফুলকে গ্রেফতার করে পুলিশ। গত ১৩ সেপ্টম্বর স্বাধীন হত্যা মামলার তদন্তকারী অফিসার এসআই শফিকুল ইসলাম আদালতের নিকট আশরাফুলকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত দু দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। এদিকে শাক দিয়ে মাছ ঢাকতে মামলার বাদী ছোনিয়া পাঁয়তারা শুরু করেছেন। ঘটনার সাথে তার স্বামী কোনোভাবেই জড়িত নন বলে আদালতকে জানিয়েছেন।