প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত : সমাপনী মডেল টেস্ট পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত

প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি অব্যহত : সমাপনী মডেল টেস্ট পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত

 

 

স্টাফ রিপোর্টার: দেশব্যপি আন্দোলনে থাকা বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ফেডারেশনের ডাকা কর্মবিরতি অব্যাহত রয়েছে। গতকাল তারা তৃতীয় দিনের মতো ৪ ঘণ্টার কর্মবিরতি পালন করে। তবে আগামীকাল ৮ অক্টোবর থেকে জেলাব্যাপি অনুষ্ঠিতব্য সমাপনী চূড়ান্ত মডেল টেস্ট পরীক্ষা কর্মবিরতির আওতামুক্ত রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষক নেতারা। গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কার্যালয়ে জেলা কমিটির জরুরি বৈঠকে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। জেলা আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন যুগ্মআহ্বায়ক তকারুজ্জামান, হারুন অর রশীদ জুয়েল, সদস্য সচিব রেফাউল হক, সদস্য আব্দুর রাজ্জাক, পরিতোষ কুমার প্রভাত, আফম মইনুল আহসান পলাশ, লিটন আলী জোয়ার্দ্দার, নজরুল ইসলাম, মোমিন উদ্দীন, মামুনুর রশীদ, মানোয়ার হোসেন প্রমুখ। সভায় বক্তারা বলেন, আমাদের আন্দোলন কোমলমতি শিশুদের জন্য নয়। তারা আমাদের সন্তান। তাদের লেখাপড়ায় বিষয়টি আমরা মাথায় রেখেই কর্মসূচি পালন করবো। এ সমস্যা সাময়িক। পরে পুষিয়ে দেয়া হবে। এদিকে গত ৪ অক্টোবর থেকে অষ্টম জাতীয় পে-স্কেলে সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনসহ ৬ দফা দাবিতে কর্মবিরতি পালন করছে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষকদের চারটি সংগঠন নিয়ে গঠিত জোট প্রাথমিক সহকারী শিক্ষক ফেডারেশন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সারাদেশের ন্যায় কাল বৃহস্পতিবার শিক্ষকরা ৪ ঘণ্টা কর্মবিরতি পালন করবে। আগামী ১০ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত তারা পূর্ণদিবস একই কর্মসূচি পালন করবে।