প্রশ্ন ফাঁস করে ফেঁসে গেলেন দুদক কর্মকর্তা

স্টাফ রিপোর্টার: ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত থাকার প্রমাণ পেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক সহকারী পরিদর্শককে বরখাস্ত করা হয়েছে। মফিজুর রহমান নামে এ কর্মকর্তাকে গতকাল বৃহস্পতিবার বরখাস্ত করা হয় বলে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য। প্রণব বলেন, ২০১২ সালে ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সাথে মফিজুর রহমান যুক্ত ছিলেন বলে প্রমাণ পাওয়া গেছে। প্রাপ্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই তাকে বরখাস্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে ২০১২ সালের ২১ অক্টোবর পুলিশের হাতে গ্রেফতার হন মফিজুর। পরদিন পুলিশ তার বিরুদ্ধে একটি মামলাও করে। দুদকের এক কর্মকর্তা জানান, একই বছরের ৩০ ডিসেম্বর দুদক কর্মচারী (চাকরি) বিধিমালা অনুযায়ী অসদাচরণ ও প্রতারণার অভিযোগে মফিজুরের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়।