প্রশাসনিক হয়রানির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আলমডাঙ্গায় বণিক সমিতি আহূত অর্ধদিবস ধর্মঘট শান্তিপূর্ণভাবে পালিত

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা বণিক সমিতি আহূত অর্ধবেলা ধর্মঘট চলাকালে প্রশাসনিক হয়রানির বিরুদ্ধে গতকাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। সকাল সাড়ে ৮টার দিকে আলমডাঙ্গা বণিক সমিতির নেতৃবৃন্দের নেতৃত্বে শহরের ব্যবসায়ীদের বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বণিক সমিতির অফিসের সামনে সমাবেশ করে। বণিক সমিতির নবনির্বাচিত সভাপতি মকবুল হোসেনের সভাপতিত্বে সম্পাদক আমিনুল হক বিশ্বাস ঘেটুর উপস্থাপনায় এ সময় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির একাংশের সভাপতি শহিদুল কাউনাইন টিলু, বণিক সমিতির সহসভাপতি একেএম এনামুল কবির ও সাইফুল ইসলাম লিটন। উপস্থিত ছিলেন- সহসম্পাদক দিলীপ কুমার বিশ্বাস, মাগরিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান ওল্টু ও বণিক সমিতির নির্বাহী সদস্যসহ সকল ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন। সমাবেশে আগামীতে ব্যবসায়ীদের ভ্রাম্যমাণ আদালতসহ যেকোনো ধরনের প্রশাসনিক হয়রানি করা হলে তার বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুমকি দেয়া হয়।

উল্লেখ্য, গত বুধবার আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে আলমডাঙ্গা শহরে পরিবেশ অধিদপ্তর ভ্রাম্যমাণ আদালত নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রির অপরাধে ৫ জন ব্যবসায়ীকে ৩ হাজার ২শ টাকা জরিমানা করেন। এ সময় কাঁচাবাজার এলাকার ব্যবসায়ীরা একত্রিত হয়ে ভ্রাম্যমাণ আদালতের বিরুদ্ধে ফুঁসে ওঠেন। পরে আলমডাঙ্গা বণিক সমিতির নেতৃবৃন্দ এক জরুরি বৈঠকে কাঁচাবাজার ওষুধ ও খাদ্যের দোকান ব্যতীত শহরের সকল ব্যবসাপ্রতিষ্ঠান গতকাল বৃহস্পতিবার অর্ধদিবস বন্ধের ঘোষণা দেন। ঘোষণা অনুযায়ী গতকাল বণিক সমিতি আহূত অর্ধদিবস ধর্মঘট শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। গতকাল দুপুর ১২টা পর্যন্ত শহরের ওষুধ, কাঁচাবাজার ও হোটেল ব্যতীত দোকানসহ সকল ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিলো।