প্রধানমন্ত্রী কুটনীতিতে পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছেন : দুদু

 

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আপনি কুটনীতিতে পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আসলে আমেরিকা আপনাদের (প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে) পাত্তাই দেয়নি, বিশ্ববাসীও আপনাকে পাত্তা দেয়নি। জাতিসংঘে গেছেন মাত্র ২ মিনিট আলোচনা করেছেন ট্রাম্পের সাথে সেটাও আবার রাস্তায় দাঁড়িয়ে। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত ‘চালের দাম কমাও মানুষ বাঁচাও’ শীর্ষক এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। দুদু বলেন, তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন, আমরা আমেরিকার কাছে কিছু প্রত্যাশা করি না। প্রত্যাশার জন্যেই তো সেখানে আপনি গিয়েছিলেন। ট্রাম্প, জাতিসংঘসহ বিশ্ববাসীকে আপনি অনুরোধ করবেন রোহিঙ্গারা যেভাবে আসছে। তাদেরকে সম্মানে আবার যেন ফেরত পাঠানো হয়। কিন্তু আপনি (প্রধানমন্ত্রী) গিয়ে সে কথা তো বলেননি। শুধুমাত্র দাম্ভিকতা করে বলছেন আমাদের কোনো প্রত্যাশা ছিলো না। তিনি বলেন, যে চালে সাধারণ মুসলিম, হিন্দু মানুষের রক্ত মাখা সেই চাল আনতে স্ত্রীসহ খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম মিয়ানমারে গেছেন। তাও তিনি সেখানকার চাল পাননি। যা পেয়েছেন আমরা দেখেছি পত্রপত্রিকায়, খুব নিম্ন মানের চাল। একেবারে খাওয়ার অযোগ্য কিছু চাল ইতোমধ্যে দেশে ঢুকেছে। সরকার ট্রাকে করে যে চাল বিক্রি করছেন তা আতপ চাল। এর আগে কোনো সরকার এই চাল বিক্রি করেনি।

মোটা চালের দাম ৭০ টাকা হওয়ায় খেটে খাওয়া মানুষের নাভিশ্বাস উঠেছে বলে অভিযোগ করে শামসুজ্জামান দুদু আরও বলেন, দেশে ভয়াবহ খাদ্য সঙ্কট দেখা দিয়েছে, নিরব দুর্ভিক্ষ চলছে। সর্বস্তরের মানুষের মাঝে আজ হাহাকার বিরাজ করছে। দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে এবং সহসাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভূইয়া, বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, সহতথ্য বিষয়ক সম্পাদক কাদের গনি চৌধুরী প্রমুখ।