প্রধানমন্ত্রীর যুক্তরাজ্য ও ইতালি সফর বাতিল

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ থেকে ২০ নভেম্বর তার যুক্তরাজ্য ও ইতালি সফর পরিকল্পনা বাতিল করেছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ কথা নিশ্চিত করেছে। তবে এর কোনো কারণ তারা জানাতে পারেনি। যদিও সফর উপলক্ষে বাংলাদেশ থেকে অগ্রবর্তী দল ওই দেশ দুটিতে পৌঁছেছে।

প্রধানমন্ত্রীর যুক্তরাজ্য ও ইতালি সফর উপলক্ষে গতকাল সকাল সাড়ে ১১টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সংবাদ সম্মেলন করার কথা ছিলো। কিন্তু এর আগে গতকাল ১০টার দিকে অনিবার্য কারণে সংবাদ সম্মেলন স্থগিত করার কথা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

সূত্র জানায়, আগামী ১৭ নভেম্বর লন্ডনের স্বনামধন্য অক্সফোর্ড ইউনিয়নে প্রধানমন্ত্রীর বক্তব্য রাখার কথা ছিলো। এরপর পুষ্টি সম্মেলন উপলক্ষে ১৯ ও ২০ নভেম্বর ইতালির রাজধানী রোমে যাওয়ার কথা ছিলো প্রধানমন্ত্রীর।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত জানুয়ারি মাসে সরকার গঠনের পর থেকে এ পর্যন্ত মিয়ানমার, জাপান, চীন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইতালি ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সফর করেছেন। এ মাসের শেষ সপ্তায় দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) শীর্ষ সম্মেলন উপলক্ষে তার নেপাল সফরের কথা রয়েছে। এরপর আগামী মাসের প্রথম সপ্তায় দ্বিপক্ষীয় সফরে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া যাওয়ার কথা।