প্রথম পুরস্কার পেলো চুয়াডাঙ্গা দৌলাতদিয়াড়ের মা এগ্রো

দামুড়হুদায় কৃষি ও প্রযুক্তি মেলার আনুষ্ঠানিক সমাপনী

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণী প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাজ কুমার পাল, উপজেলা প্রকৌশলী ইলিয়াস হোসেন, ফিল্ড মনিটরিং অফিসার ফয়সাল আহম্মেদ ও দামুড়হুদা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সেলিম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সুফি মো. রফিকুজ্জামান। অনুষ্ঠানে প্রাকৃতিক জৈব্যসার (কেঁচো সার) ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে মেলা প্রাঙ্গণে প্রজেক্টরের মাধ্যমে এলাকার কৃষকদের উদ্বুদ্ধ করায় চুয়াডাঙ্গার দৌলাতদিয়াড়ের মা এগ্রোকে ১ম, খামার যন্ত্রপাতির ব্যবহার প্রদর্শনের জন্য এসিআই মোটরসকে ২য় এবং মুন এগ্রো ও বোটানিক এগ্রোসহ ৫টি প্রতিষ্ঠানকে যৌথভাবে ৩য় পুরস্কার প্রদান করা হয়। চুয়াডাঙ্গার দৌলাতদিয়াড়ের মা এগ্রোর স্বত্বাধিকারী মফিজুর রহমান মাফুজ প্রধান অতিথির হাত থেকে প্রথম পুরস্কার গ্রহণ করেন। তিনি জানান, প্রতিষ্ঠানটি এ নিয়ে জেলা ও উপজেলা পর্যায়ে পরপর ৪ বার প্রথম পুরস্কারে ভূষিত হলো। উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কায়জার আলী পল্টু, উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল লতিফ, হাসমত আলী, জালাল উদ্দিন, শফিউল আজম, ইয়াছির আরাফাত লেমনসহ মেলা চত্বরে অংশ নেয়া বিভিন্ন স্টলের মালিকগণ এ সময় উপস্থিত ছিলেন।