প্রথম নারী উপাচার্য

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম নারী উপাচার্য হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিলেন নৃ-বিজ্ঞানের অধ্যাপক ফারজানা ইসলাম। সিনেটের দেয়া উপাচার্য প্যানেল থেকে তাকেই ওই পদে নিয়োগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি আবদুল হামিদ। দায়িত্ব পেয়ে অধ্যাপক ফারজানা সাংবাদিকদের বলেন, আমরা দল-মত নির্বিশেষে সকলে মিলে জাহাঙ্গীরনগরকে একিটি সুন্দর বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলবো। গতকাল রোববার শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়, অধ্যাপক ফারজানাকে চার বছরের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। একই আদেশে অধ্যাপক এমএ মতিনকে ভারপ্রাপ্ত উপাচার্য এবং অধ্যাপক আফসার উদ্দিনকে উপউপাচার্যের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। পদার্থ বিজ্ঞানের অধ্যাপক আবুল হোসেনকে দেয়া হয়েছে উপউপাচার্যের দায়িত্ব। নিয়োগ পাওয়ার পর রোববার দুপুরেই নতুন দায়িত্বে যোগ দেন অধ্যাপক ফারজানা ও আবুল হোসেন। শিক্ষা মন্ত্রণালয়ের উপপ্রধান জনসংযোগ কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী বলেন, এই প্রথম কোনো নারী দেশের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পেলেন। সাবেক রাষ্ট্রপতি ইয়াজদ্দিন আহমেদের স্ত্রী অধ্যাপক আনোয়ারা বেগম এর আগে বেসরকারি অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করলেও রাষ্ট্রায়ত্ত কোনো বিশ্ববিদ্যালয় এর আগে কোনো নারী উপাচার্য পায়নি।