পৌর মেয়রসহ যশোর বিএনপির ৪৩ নেতা জেলহাজতে

 

স্টাফ রিপোর্টার: পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক মামলায় যশোর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, দু পৌর মেয়রসহ ৪৩ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টায় তারা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন নিতে গেলে বিচারক মারুফ আহম্মদে জামিন নামঞ্জুর করে তাদের জেলে পাঠানোর নির্দেশ দেন। যাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন- জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হুদা, সহসভপতি রফিকুর রহমান তোতন, নগর বিএনপির সভাপতি যশোর পৌরসভার মেয়র মারুফুল ইসলাম, কেশবপুর পৌর মেয়র আবদুস সামাদ বিশ্বাসসহ ৪৩ জন। আদালতসূত্র জানায়, গত ১ অক্টোবর প্রেসক্লাব যশোরের সামনে বিএনপির মানবববন্ধন কর্মসূচি চলাকালে দলীয় নেতাকর্মীরা পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে এক পুলিশ কনস্টেবলসহ ৪ জন গুলিবিদ্ধ এবং অন্তত ১০ জন আহত হন। পুলিশ এ ঘটনায় বিএনপির ১২৬ নেতাকর্মীকে আসামি করে পৃথক দুটি মামলা দায়ের করে। এ মামলায় আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করা হলে আদালত জামিন নামঞ্জু করে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।