পৌর নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকা প্রস্তুত : যাছাই-বাছাইয়ের মধ্যেই রয়েছে চুয়াডাঙ্গার ৪টি পৌরসভার দলীয় প্রার্থী

স্টাফ রিপোর্টার: আসন্ন পৌর নির্বাচনে অংশগ্রহণের জন্য দলীয় মেয়র প্রার্থীদের তালিকা প্রায় চূড়ান্ত করেছে বিএনপি। প্রার্থী হিসেবে যাদের মনোনয়ন চূড়ান্ত করা হচ্ছে তাদেরকে কেন্দ্র থেকে জানিয়ে দেয়া হচ্ছে। জেলা নেতাদের পাঠানো রিপোর্টের বিশ্লেষণ করে নির্বাচন সমন্বয়ের দায়িত্বে থাকা নেতারা সম্ভাব্য প্রার্থীদের একটি খসড়া তালিকা করেছে। এই তালিকা চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাতে দেয়া হয়েছে। তবে শেষ পর্যন্ত ২০ দলীয় জোটের শরিকদলগুলোর সাথে সমঝোতার ভিত্তিতে প্রার্থী তালিকা হলে কিছু পরিবর্তন আনা হতে পারে। অবশ্য গতকাল পর্যন্ত চুয়াডাঙ্গার ৪টি পৌরসভার একটিরও প্রার্থী চূড়ান্ত করার খবর পাওয়া যায়নি। চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে জেলা বিএনপির দুজন যুগ্মআহ্বায়ক খন্দকার আব্দুল জব্বার সোনা ও মজিবুল হক মজুর নাম কেন্দ্রে লিপিবদ্ধ রয়েছে। কার নাম শেষ পর্যন্ত চুড়ান্ত হবে, কে করবেন ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন তা অবশ্য নিশ্চিত হওয়া যায়নি। একইভাবে জানা সম্ভব হয়নি দর্শনা, আলমডাঙ্গা ও জীবননগর পৌরসভায়কে পাচ্ছেন দলীয় মনোনয়ন। সূত্র বলেছে, ১ম যুগ্মআহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু সাংগঠনিকভাবে গ্রহণযোগ্য ব্যক্তিরাই যাতে মনোনীত হন সে লক্ষ্যে লবিং করছেন।
তালিকায় যাদের প্রার্থিতা মোটামুটি চূড়ান্ত করা হয়েছে তারা হলেন: খুলনার পাইকগাছায় মিরাজুল ইসলাম, দাকোপ উপজেলার চালনা শেখ আবদুল মান্নান, মোড়েলগঞ্জে আবদুল মজিদ জব্বার ও মংলায় মো. জুলফিকার আলী। সাতক্ষীরা সদর পৌরসভায় তাসকিন আহমেদ চিশতি, নড়াইল সদরে জুলফিকার আলী। মৌলভীবাজারে মো. ফয়জুল করিম ময়ূন, কুলাউড়ায় কামাল উদ্দিন জুনেদ, বারৈয়ারাহাটে জালাল আহমেদ, সিলেটের জকিগঞ্জ অধ্যাপক বদরুল হক বাদল, চুনারুঘাটে মো.নাজিম উদ্দিন। সিলেট ও হবিগঞ্জে বর্তমানে যারা মেয়র রয়েছেন তাদেরকেই প্রার্থী তালিকায় রাখা হয়েছে। নরসিংদী রায়পুরায় আবদুল কুদ্দুস, লক্ষ্মীপুরের রায়পুরে এবিএম জিলানী, রামগতিতে শাহেদ আলী পটু, চট্টগ্রামের মিরেরসরাইয়ে ফকির আহমেদ, সীতাকুন্ডে ইউসুফ নিজামী, রাউজানে আবদুল্লাহ আল হাসান, গাজীপুরের কালিয়াকৈরে মজিবুর রহমান, কাটাখালীতে সিরাজুল ইসলাম, আড়ানীর নজরুল ইসলাম মাস্টার, নওগাঁ সদরে নাজমুল হক সানি, জয়পুরহাটের আক্কেলপুরে আলমগীর চৌধুরী বাদশাহ, নাটোর সদরে এমদাদুল হক আল মামুন, বান্দরবান সদরে জাবেদ রেজা, সিরাজগঞ্জের রায়গঞ্জে নূর সাইদ, কাজীপুরে আবদুস সালাম, কিশোরগঞ্জ সদরে হাজি ইস্রাফিল, ভৈরবে হাজি মোহাম্মদ শাহীন, মানিকগঞ্জের সিংগাইরে অ্যাডভোকেট খোরশেদ আলম, জামালপুরের শেরপুরে ফজলুল করিম তালুকদার শাহীন, ময়মনসিংহের ফুলবাড়ীতে চাঁন মাহমুদ, ঢাকার ধামরাইয়ে নাজমুল হাসান অভি, বগুড়া সদরে মাহবুবুর রহমান, শরীয়তপুর সদরে একেএম নাসির উদ্দিন কালু, কুমিল্লার চৌদ্দগ্রামে তাহের পলাশ, লাকসামে সুভাশ বণিক, চাঁদপুরের মতলব দক্ষিণে এনামুল হক বাদল, কক্সবাজার সদরে আজিজুর রহমান, চকরিয়ায় নূরে আলম হায়দার, বরিশালের বানারীপাড়ায় মাহবুবুর রহমান মাস্টার ও উজিরপুরে শহীদ হোসেন খান, মেহেন্দিগঞ্জ গিয়াস উদ্দিন দীপেন, ঝালকাঠির নলসিটিতে মুজিবুর রহমান, যশোর সদরে মারুফুল ইসলাম, চৌগাছায় সেলিম রেজা ওলিয়ার, নওয়াপাড়া রবিউল ইসলাম, বাঘারপাড়ায় আবদুল হাই মনা, মণিরামপুরে অ্যাডভোকেট শহীদ ইকবাল, রংপুরের বদরগঞ্জে অধ্যাপক পরিতোষ চক্রবর্তী, কুড়িগ্রামের নাগেশ্বরীতে আদম আলী, উলিপুরে আবদুর রাজ্জাক, পঞ্চগড়ে তৌহিদুল ইসলাম, গোবিন্দগঞ্জে ফারুক আহমেদ। ফরিদপুরের বোয়ালমারীতে আ. শুকুর শেখ, শরীয়তপুর সদরে নাসির উদ্দিন কালু, জাজিরায় ইকবাল সিকদার, ভেদরগঞ্জে আবুল হোসেন ঢালী, নড়িয়ায় শাজাহান বেপারী, ডামুড্ডায় আলমগীর মাদবর, কুমিল্লার চৌদ্দগ্রামে ড. জিএম নয়ন বাঙালি, বরুড়ায় জসিম উদ্দিন পাটোয়ারী।