পোড়াদহের কাপড়ব্যবসায়ী ফারুকের ৭০ হাজার টাকা ছিনতাই

দর্শনা মাইক্রোস্ট্যান্ডের সামনে ছিনতাইকারদের তাণ্ড

 

দর্শনা অফিস: ভোরে দর্শনা মাইক্রোস্ট্যান্ডের সামনে মুখোশধারী ছিনতাইকারীচক্র তাণ্ডব চালিয়েছে। ছিনতাইকারীরা পোড়াদাহ এলাকার ফারুক নামের এক কাপড়ব্যবসায়ীকে জিম্মি করে ছিনিয়ে নিয়েছে নগদ টাকা ও মোবাইলফোন। গত পরশু সোমবার পোড়াদাহ বাজারের কাপড়ব্যবসায়ী ফারুক হোসেন দর্শনা রেলবাজারের কাপড়ব্যবসায়ীদের কাছে টাকার তাগাদায় যান দর্শনায়। তাগাদা শেষে ফারুক দর্শনা পৌর এলাকার মোবারকপাড়ার শ্বশুর আলী হোসেনের বাড়িতে রাতে থাকেন। ভোরে গোয়ালন্দ ট্রেনে বাড়ি ফেরার উদ্দেশে হেঁটেই দর্শনা হল্ট স্টেশনের উদ্দেশে যাচ্ছিলেন।

ফারুকের অভিযোগে জানা গেছে, তিনি দর্শনা মাইক্রোস্ট্যান্ডের সামনে পৌঁছুলে ৪/৫ জনের সশস্ত্র ছিনতাইকারী গতিরোধ করে। ধারালো অস্ত্রের মুখে তাকে জিম্মি করে পার্শ্ববর্তী গলি রাস্তায় নিয়ে কাছে থাকা তাগাদার নগদ ৭০ হাজার টাকা, একটি সোনার আংটি ও একটি মোবাইলফোন ছিনিয়ে নেয়। খবর পেয়ে দর্শনা আইসি পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও ছিনতাইকারীদের কাউকে গ্রেফতার করতে পারেনি।