পোস্টঅফিসের গাফিলতি :মুক্তিযোদ্ধার কন্যার নিয়োগ পরীক্ষা দেয়া হলো না

 

ভ্রাম্যমাণ প্রতিনিধি: পরীক্ষার দিন বেলা ১২টার দিকে মৌখিক পরীক্ষার কার্ড পেয়েছেন নার্গিস খাতুন, ফলে পরীক্ষা দেয়া হলো না মুক্তিযোদ্ধার কন্যার।

জানাগেছে, গত বছরে ২৮ আগস্ট‘দৈনিক সমকাল’পত্রিকায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে ১ জন এমএলএস (অফিস সহায়ক) নিয়োগ করা হবে এ মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তি দেখে দামুড়হুদার বড়বলদিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা নুরুল হক মোল্লার কন্যা নার্গিস খাতুন আবেদন করে। অতিরিক্ত জেলা প্রশাসকের কার্যালয় থেকে নার্গিসের নামে মৌখিক পরীক্ষার কার্ড ইস্যু করে গত ২৭ এপ্রিল। তার রোল নং ছিলো ২১। পরীক্ষার দিন ছিলো ৩০ এপ্রিল ২০১৪ ইং সকাল ১০ ঘটিকায়। কার্ডটি মৌখিক পরীক্ষার দিনেই বেলা ১২টার দিকে দামুড়হুদার কুড়ুলগাছি পোস্টঅফিসের পিয়ন পৌঁছে দেন। কার্ডটি খুলে পড়ে দেখেন আজই পরীক্ষা সকালে অনুষ্ঠিত হবে। এসময় মুক্তিযোদ্ধা কন্যা নার্গিসের চোখে পানি ফেলা ছাড়া আর কোনোউপায় ছিলো না। তার আশা ছিলো মুক্তিযোদ্ধা কোটায় কাঙ্ক্ষিত চাকরিটি পোস্টঅফিসের পিয়নের গাফিলতিতে হলো না।