পোল্ট্রি খামারে ছেলের দেয়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মায়ের মৃত্যু

আলমডাঙ্গার ঘোলদাড়ির পাইকপাড়া গ্রামে শেয়াল মারা ফাঁদ আনলো শোক

মুন্সিগঞ্জ/ঘোলদাড়ী প্রতিনিধি: আলমডাঙ্গার ঘোলদাড়ি পাইকপাড়া গ্রামে ছেলের পোল্ট্রি খামারে দেয়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে বৃদ্ধা মায়ের মৃত্যু হয়েছে। গতকাল সকাল সাড়ে ৬টার দিকে উঠোন ঝাড়ু দিয়ে ময়লা ফেলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। পোল্ট্রি খামারে মুরগি, শেয়াল ও বনগাড়ার কবল থেকে বাঁচাতে খামারের বিদ্যুত সংযোগ দিয়ে রাখে। সেই বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে নিজের মায়ের অকাল মৃত্যু হয়। গ্রামজুড়ে চলছে শোকের মাতম।
জানা গেছে, আলমডাঙ্গার আইলহাস ইউনিয়নের ঘোলদাড়ি পাইকপাড়া গ্রামের মাঝেরপাড়ার সানোয়ার হোসেনের ছেলে মানোয়ার তার নিজ বাড়িতে পোল্ট্রি খামার গড়ে তোলে। প্রতিদিন শেয়াল ও বনগাড়া খামারে আক্রমণ চালিয়ে পোল্ট্রি ধরে নিয়ে যায় বলে জানান। শেয়ালের হাত থেকে খামারের মুরগি বাঁচাতে খামারের লোহার রেলিঙের সাথে বিদ্যুতের তার জড়িয়ে বিদ্যুত সংযোগ দিয়ে রাখেন মানোয়ার। গতকাল রোববার সকাল সাড়ে ৬টার দিকে মানোয়ারের মা শাহিদা খাতুন (৬০) বাড়ির উঠোন ঝাড়ু দিয়ে স্টিলের গামলা করে ময়লা ফেলতে যান। খামারের পাশ দিয়ে যাওয়ার সময় হাতে থাকা স্টিলের গামলা বিদ্যুত সংযোগ দেয়া লোহার রেলিঙের সাথে লাগলে তিনি বিদ্যুতস্পৃষ্ট হন। কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হয়। তার এ মৃত্যুতে নিকটাত্মীয় ও প্রতিবেশীদের আজাহারিতে এলাকার বাতাস ভারী হয়ে ওঠে। গতকাল বিকেল ৫টার দিকে গ্রামের পারিবারিক কবরস্থানে জানাজা শেষে দাফন কাজ সম্পন্ন করা হয়েছে বলে গ্রাম সূত্রে জানা গেছে।