পূর্ব শত্রুতার জের ধরে মেহেরপুরে শিক্ষক লাঞ্ছিত : ছেলেকে পিটিয়ে জখম

 

মেহেরপুর অফিস: পূর্ব শত্রুতার জের ধরে মেহেরপুর শহরের পন্ডেরঘাট পাড়ায় এক স্কুল শিক্ষককে লাঞ্ছিত ও তার ছেলেকে পিটিয়ে জখম করা হয়েছে। আহত ছেলেকে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার বিকেলে।

লিখিত অভিযোগে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে পন্ডেরঘাট পাড়ার আনছারুল হক ওরফে ধূলুর স্ত্রী বেদেনা খাতুন গোসল করে বাড়ি ফেরার পথে একই পাড়ার স্কুলশিক্ষক খন্দকার আব্দুস সবুরের বাড়ির লোকজনকে উদ্দেশ্য করে বাজে কথা বলে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটি হয়। বিকেলে মীমাংসার জন্য স্কুলশিক্ষক খন্দকার আব্দুস সবুর তার ছেলে খন্দকার বাইজিদকে (২০) সাথে নিয়ে বেদনা খাতুনের বাড়িতে যান। ওই সময় তারা ক্ষমা চাওয়ার সুযোগ না দিয়ে মেহেরপুর জেলা জজ আদালতের ৪র্থ শ্রেণির কর্মচারী মো. ইউনুচ এবং মৃত ফজলুল হকের ছেলে জনির নির্দেশে আনছারুল হক ওরফে ধূলুর স্ত্রী বেদনা খাতুন এবং তার ২ মেয়ে চামেলী ও চম্পা স্কুলশিক্ষক খন্দকার আব্দুস সবুরকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় এবং তার ছেলে বাইজিদকে পিটিয়ে জখম করে। আহত বাইজিদকে মেহেরপুর জেনারেল হাসপাতাল হতে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় বাইজিদের চাচা খন্দকার পিয়ারুল হাসান বাদী হয়ে আনছারুল হক ওরফে ধূলুর স্ত্রী বেদেনা খাতুন এবং তার ২ মেয়ে চামেলী ও চম্পা এবং মৃত ফজলুল হকের ছেলে জনির বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।