পিস্তল ধরে চাঁদা দাবি মামলায় জারিকারক প্রিন্স পাকড়াও

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জারিকারক শাহাজাদা সেলিম ওরফে প্রিন্সকে থানা কাস্টডিতে রাখা হয়েছে। গতকাল মঙ্গলবার তাকে ডিবি পুলিশের একটি দল আটক করে।

পুলিশ বলেছে, চুয়াডাঙ্গা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কম্পিউটার অপারেটর আব্দুল্লাহ আল মামুন মজিদের বুকে পিস্তল ধরে চাঁদা দাবি করে জারিকারক শাহাজাদা সেলিম ওরফে প্রিন্স। এছাড়াও প্রাণনাশের হুমকি দিয়ে দু দফা মোবাইলফোনে বিকাশের মাধ্যমে ৬ হাজার টাকা আদায় করেন। এসব অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়। বিজ্ঞ আদালত বাদীর নালিশ এফআইআর হিসেবে গণ্য করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আদেশ দেন। তারই প্রেক্ষিতে শাহজাদা সেলিম ওফে প্রিন্সকে ডিবি আটক করে। পরে থানায় দেয়া হয়। গতকাল শেষ খবর পাওয়া পর্যন্ত প্রিন্সকে চুয়াডাঙ্গা সদর থানা কাস্টডিতে রাখা ছিলো। আজ বুধবার তাকে আদালতে সোপর্দ করা হতে পারে।

উল্লেখ্য, গ্রেফতারকৃত জারিকারক শাহজাদা সেলিম ওরফে প্রিন্স কুষ্টিয়া দৌলতপুরের খলিশাকুণ্ডির মৃত আত্তাব উদ্দীনের ছেলে।