পিলখানা হত্যাকাণ্ড : ডিএডি তৌহিদসহ ১৫২ জনের মৃত্যুদণ্ড

সর্বোচ্চ ১০ বছরসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে ২৬২ জনকে : ২৭১ জনকে বেকসুর খালাস

 

স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যা ও অপরাধমূলক ষড়যন্ত্রের দায়ে ১৫২ জন বিডিআর জওয়ানকে মৃত্যুদণ্ড দিয়েছে বিশেষ আদালত। একই অভিযোগে বিএনপির সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ পিন্টু ও আওয়ামী লীগ নেতা সুবেদার (অব.) তোরাব আলীসহ ১৬১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বকশিবাজারে কারা অধিদফতর মাঠে অস্থায়ী বিশেষ আদালতে ঢাকার ৩য় অতিরিক্তি মহানগর দায়রা জজ ড. মো. আখতারুজ্জামান এ রায় ঘোষণা করেন। লাশ গুম, গণকবর, আলামত নষ্ট, ডাকাতি করে সম্পত্তি অর্জন, অস্ত্রাগার লুট ও সেনা কর্মকর্তাদের গৃহে অনধিকার প্রবেশের দায়ে ২৬২ জনকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। তবে সন্দেহাতীতভাবে রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে না পারায় ২৭১ জনকে বেকসুর খালাস দেয় আদালত।

44_BDR+Verdict_051113

এদিকে রায় শুনে আদালতের কাঠগড়ায় হাজির হওয়া আসামিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। যারা মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন, তারা নিজেদের নির্দোষ দাবি করে আল্লাহর দরবারে বিচার প্রার্থনা করেন। যারা খালাস পেয়েছেন, তারা কাঠগড়ায় একে অপরকে জড়িয়ে ধরেন। কেউবা কান্নায় ভেঙে পড়েন। কেউবা আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন। এ রায়ে সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ। বিশেষ আদালতের পিপি অ্যাডভোকেট মোশারফ হোসেন কাজল বলেন, দোষীরা সাজা পেয়েছেন। যারা স্বজন হারিয়েছেন, তারা এ রায়ে স্বস্তি পাবেন।

অপরদিকে, আসামি পক্ষের অন্যতম আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম বলেন, এ রায়ে আমরা সন্তুষ্ট নই। উচ্চ আদালতে আপিল করা হবে। রায়ে নিহত সেনা কর্মকর্তাদের স্বজনরা সন্তোষ প্রকাশ করে বলেন, রায় দ্রুত কার্যকর হলে নিহতদের আত্মা শান্তি পাবে।

image_83469

এদিকে রায় ঘোষণাকে কেন্দ্র করে বিশেষ আদালত প্রাঙ্গণে নেয়া হয় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, কারাগার, ৱ্যাব, বিজিবিসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রায় দেড় হাজার সদস্য পুরো এলাকা ঘিরে রাখে। সকাল ৮টা থেকেই ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ বিভিন্ন কারাগার থেকে আসামিদের প্রিজন ভ্যানে করে আদালতে আনা হয়। সকাল পৌনে ১০টা পর্যন্ত তাদের আদালতে আনা হয়। অধিকাংশ আসামিদের ডাণ্ডাবেরি লাগানো ছিলো। এরপর একে একে আসতে থাকনে আইনজীবী, সাংবাদিক ও নিহতদের স্বজনরা। তারা অপেক্ষায় থাকেন কখন রায় ঘোষণা করা হবে। সাধারণত এ বিশেষ আদালত প্রতিদিন ১০টায় বসলেও গতকাল ১২টা ৩৫ মিনিটে এজলাসে আসেন বিচারক। এ সময় জনাকীর্ণ আদালতে পিনপতন নিরবতা নেমে আসে। তিনি দেরিতে আসন গ্রহণ করায় দুঃখ প্রকাশ করেন। বিচারক ড. আখতারুজ্জামান বলেন, আমি যে রায় দিব, সেটি কারো পক্ষে যাবে; কারো বিপক্ষে যাবে। আমার বিবেচনায় যেটি মনে হয়েছে, সেটি রায়ে চূড়ান্ত করা হয়েছে। যদি কেউ রায়ে সংক্ষুব্ধ হন, তাদের আপীল বিভাগে যাওয়ার সুযোগ রয়েছে। কারণ এটি চূড়ান্ত আদালত নয়। তিনি বলেন, এ বিডিআর বিদ্রোহের ঘটনা ছিলো মর্মান্তিক। সেখানে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নির্মমভাবে প্রাণ হারান। আমি লাশের সুরতহাল রিপোর্ট পড়েছি। ওই রিপোর্ট পড়ে আমার গা শিউরে উঠেছে। লাশের প্রতি যে সম্মান দেখানো দরকার ছিলো, তার ন্যূনতম কোনো সন্মান দেখানো হয়নি। এরপর বিচারক এ রায় নিয়ে তার পর্যবেক্ষণ ও সুপারিশ ঘোষণা করেন। তিনি বলেন, এটি একটি বড় মামলা। আসামির সংখ্যাও অনেক। সবার নাম পড়া সম্ভব হবে না। শুধু চার্জশিটে আসামির উল্লেখ করা নম্বর ধরে সাজার অংশ ঘোষণা করা হবে। এরপরই বিচারক তার চূড়ান্ত রায় ঘোষণা করেন। রায়ে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যা এবং অপরাধ সংগঠনের সহায়তার অভিযোগে দণ্ডবিধির ৩০২ ও ১২০(বি) ধারায় ১৫২ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন ডিএডি তৌহিদুল আলম, ডিএডি নাছির উদ্দিন খান, ডিএডি মীর্জা হাবিবুর রহমান, ডিএডি আব্দুল জলিল, সিপাহি সেলিম রেজা, সিপাহি শাহ আলম, ল্যা. নায়েক আব্দুল করিম, জেসিও সুবে. মেজর গোফরান মল্লিক, সিপাহি এসএম আলতাফ হোসেন, সিপাহি আব্দুল মতিন, জাকির হোসেন, সুবেদার (অব.) তোরাব আলী, হাবিলদার আবু তাহের, সিপাহি আজিম পাটোয়ারী, সিপাহি রেজাউল করিম, সিপাহি রফিকুল ইসলাম, সিপাহি মিজানুর রহমান, হাবিলদার রফিকুল ইসলাম, সাজ্জাদ হোসেন, ল্যা. নায়েক সিগন্যাল জাকারিয়া মোল্লা, ল্যা. নায়েক শাহাবুদ্দিন তালুকদার, সিপাহি হাবিবুর রহমান, সিপাহি জিয়াউল হক, সিপাহি রুবেল মিয়া, হাবিলদার সহকারী খন্দকার মনিরুজ্জামান, সিপাহি আজাদ খান, সিপাহি খন্দকার শাহাদত, সিপাহি এমরান চৌধুরী, ল্যান্স. নায়েক ইকরামুল ইসলাম, সিগন্যালম্যান আবুল বাশার, সিপাহি আইয়ুব আলী, হাবিলদার খায়রুল আলম, নায়েক সুবেদার শাজাহান আলী, সিপাহি ওবায়দুল, সিপাহি শামীম আল মামুন জুয়েল, সিপাহি সিদ্দিক আলম, সিপাহি আমিনুল ইসলাম, সিপাহি সাইফুল ইসলাম, সিপাহি রিয়ান আহাম্মদ, সিপাহি রাজিবুল হাসান, সিপাহি সুমন মিয়া, সিপাহি হারুনর রশিদ মিয়া, সিপাহি আতোয়ার রহমান, সিপাহি ইব্রাহিম, সিপাহি কামাল মোল্লা, সিপাহি আব্দুল মুহিত, সিপাহি রমজান আলী, সিপাহি শাহীন, হাবিলদার ইউসুফ আলী, সিপাহি বজলুর রহমান, ল্যা. নায়েক আনোয়ারুল ইসলাম, হাবিলদার জালালউদ্দিন আহমেদ, সিপাহি আলিম রেজা, হাবিলদার শাহজালাল, জেসিও সুবেদার খন্দকার একরামুল হক, জেসিও নায়েব সুবেদার সাইদুর রহমান, জেসিও সুবেদার মেজর শহিদুর রহমান, জেসিও নায়েব সুবেদার আজিজ মিয়া, এমএলএস সাইফুদ্দিন মিয়া, জেসিও নায়েব সুবেদার আলী আকবর, সিপাহি কাজী আরাফাত হোসেন, সিপাহি হায়দার আলী, সিপাহি আবুল বাশার, জেসিও নায়েব সুবেদার ফজলুল করিম, হাবিলদার আনিসুজ্জামান, সিপাহি মতিউর রহমান, নায়েক সিগন্যাল ওয়াজেদুল ইসলাম, সিগন্যালম্যান মনির হোসেন, সিপাহি মনিরুজ্জামান, নায়েক আবু সাঈদ, সিপাহি তারিকুল ইসলাম, নায়েব সুবেদার ওয়ালি উল্লাহ, সিপাহি আতিকুর রহমান, সিপাহি ড্রাইভার হাবিবুর রহমান, সিপাহি রমজান আলী, হাবিলদার চালক আব্দুস সালাম, সিপাহি তারিকুল ইসলাম, হাবিলদার বিলাল হোসেন খান, হাবিলদার মাসুদ ইকবাল, নায়েক আব্দুল কাইয়ুম, হাবিলদার আক্তার আলী, হাবিলদার শফিকুল ইসলাম, ল্যান্স নায়েক মোজাম্মেল হক, নায়েক সুবেদার মনোরঞ্জন সরকার, নায়েব সুবেদার আবুল খায়ের, হাবিলদার জাকির হোসেন, হাবিলদার মেডিকেল সহকারী আবুল বাসার, জেসিও সুবেদার ইউসুফ আলী খান, জেসিও নায়েব সুবেদার তোরাব হোসেন, নায়েক নজরুল ইসলাম, নায়েক চালক আলী হোসেন, হাবিলদার হুমায়ুন কবির (সুধীর), হাবিলদার ওমর আলী, সিপাহি রাজু মারমা, সিপাহি আল মাসুম, নায়েক শফিকুল ইসলাম ওরফে শফি, হাবিলদার জসিম উদ্দিন, সিপাহি লাভলু গাজী, সিপাহি জিয়াউল হক, সিপাহি ওয়াহিদুল ইসলাম, নায়েক ফিরোজ মিয়া, সিপাহি শাহীনুর আল মামুন, নায়েক নুরুল ইসলাম, নায়েক শহিদুর রহমান, সিপাহি মহসিন আলী, সিপাহি এস এম সাইফুজ্জামান, সিপাহি নিওয়েন মার্মা, সিপাহি উত্তম বড়ুয়া, জেসিও নায়েব সুবেদার সিপাহি এস এম রেজওয়ান আহম্মেদ, সিপাহি নাজমুল হোসাইন, সিপাহি আমিনার রহমান, সিপাহি জাহিদুল ইসলাম, সিপাহি রাখাল চন্দ্র, নায়েক রফিকুল ইসলাম, সিপাহি এরশাদ আলী, ল্যা. নায়েক হাবিবুল্লাহ বাহার, নায়েক (চালক) নজরুল ইসলাম, নায়েক আসাদুজ্জামান, সিপাহি সালাউদ্দিন, ল্যান্স নায়েক রেজাউল করিম, ডিএডি নূরুল হুদা, নায়েক সুবেদার ইসলাম উদ্দিন, ল্যান্স নায়েক মোজাম্মেল হোসেন, হাবিলদার দাউদ আলী বিশ্বাস, সিপাহি জসীম উদ্দিন, নায়েক শাহী আক্তার, ল্যান্স নায়েক মজিবুর রহমান, ল্যান্স নায়েক আনোয়ার হোসেন, ল্যান্স নায়েক হাসনাত কামাল, ল্যান্স নায়েক এমদাদুল, ল্যান্স নায়েক সহকারী সেলিম মিয়া, ল্যান্স সহকারী নজরুল ইসলাম, হাবিলদার বেলায়েত হোসেন, সিপাহি আবুল কাশেম এবং পলাতক ১২ জন আসামীর মধ্যে সিপাহি মইন উদ্দিন (নওগাঁ), বিশ্ব মিত্র বড়ুয়া (চট্টগ্রাম), আতিকুর রহমান (শরীয়তপুর), মিজানুর রহমান (শেরপুর), পুলতন চাকমা (খাগড়াছড়ি), কামরুল হাসান (লক্ষ্মীপুর), নূরুল ইসলাম (কক্সবাজার), হামিদুল ইসলাম (ফরিদপুর), হাসিবুর রহমান (শেরপুর), আনিসুর রহমান (সিরাজগঞ্জ), ফরহাদ হোসাইন (নওগাঁ), মিজানুর রহমান (চট্টগ্রাম) ও সাদুল্লাহ (কক্সবাজার)।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- সিপাহি চন্দ্রনাথ, সিপাহি আলতাব হোসেন, নায়েক কামরুজ্জামান, সিপাহি রায়হান চৌধুরী, সিপাহি গৌতম দেব, সিপাহি আনোয়ার হোসেন, সিপাহি শরিফ উদ্দিন, সিপাহি হাফিজুর রহমান, ডিএডি সিরাজুল ইসলাম, সিপাহি নিজাম উদ্দিন, ল্যান্স নায়েক গাউসুল আজম, না. সুবেদার হেলাল উদ্দিন, সিপাহি মঞ্জুর আলম, সিপাহি রাসেল সওদাগর, সিপাহি শহিদুল ইসলাম, সিপাহি আবু তাহের, নায়েব সুবেদার আলা উদ্দিন, পাচক শহিদুল্লাহ, পাচক জিকরুল শেখ, ঝাড়ুদার আব্দুল কাদের, হাবিলদার নাসিরউদ্দিন, ঝাড়ুদার এমদাদুল হক, ঝাড়ুদার রাশেদ আলী খোকা, ঝাড়ুদার মো. আলম, ঝাড়ুদার মানিক চন্দ্র নাথ, ঝাড়ুদার আলমগীর হোসেন, ল্যান্স নায়েক মামুদ হোসেন সরদার, হাবিলদার সিরাজুল ইসলাম, সিপাহি মজিবুর রহমান, সিপাহি মাজহারুল ইসলাম, সিপাহি জাহাঙ্গীর আলম, সিপাহি আব্দুল্লাহ আল মামুন, সিপাহি মুকুল হোসেন, সিপাহি জাকির হোসেন, সিপাহি আ. রহমান, সিপাহি আমজাদ হোসেন, ল্যা. না. মনিরুজ্জামান, সিপাহি রবিউল ইসলাম, সিপাহি জিল্লুর রহমান, সিপাহি জামিরুল ইসলাম, সিগনালম্যান দেলোয়ার হোসেন, সিপাহি বুলবুল হোসেন, সিপাহি উচিং মার্মা, সিপাহি ৭৭৫৯৩ জাকিরুল ইসলাম, সিপাহি রিনেল চাকমা, সিপাহি মাসুদুর রহমান, সিপাহি জিয়াউর রহমান, সিপাহি আব্দুর রশিদ, সিপাহি আব্দুল গোফরান, সিপাহি সফিকুল ইসলাম, সিপাহি হারুন মিয়া, ল্যা. নায়েক মফিজুল হক, সিগ. মাসুদ রানা, সিপাহি আশরাফুল ইসলাম, সিপাহি ওয়াসিম আকরাম, হাবি. আবুল কাশেম, ল্যা. না. একরামুল ইসলাম, সিপাহি অভিজিত রায়, সিপাহি মাসুদ রানা, সিপাহি কামাল উদ্দিন, সিপাহি শাহীন ইমরান, জেসিও সুবে. মেজর শেখ জুবায়ের হোসেন, হাবিলদার মোক্তার হোসেন, সিপাহি রিয়াদ, সিপাহি জফুর আলী, সিপাহি মেহেদী হাসান, সিপাহি জাহাঙ্গীর আলম, ল্যা. না. গোলাম সরোয়ার, জেসিও সুবেদার শেখ আশরাফ আলী, সিপাহি কলিম উলাহ, সিপাহি রিপন পাঠান, নায়েব সুবেদার নজরুল ইসলাম, সিপাহি নাজির হোসেন, হাবিলদার আ. রহমান, সিপাহি আ. রহিম, ল্যা. নায়েক জহিরুল ইসলাম, ল্যা. নায়েক হারুন অর রশীদ, সিপাহি ফরহাদ খান, নায়েক সেকেন্দার আলী খান, সিপাহি আলমাস উদ্দিন, সিপাহি রাসেল, সিপাহি আলম হোসেন, সিপাহি নজরুল ইসলাম, সিপাহি আ. রশিদ, সিপাহি গোলাপ শাহিন, নায়েক আব্দুল বারী সরকার, ল্যান্স নায়েক মাসুম হাওলাদার, নায়েক শরিফুল ইসলাম, সিপাহি আবুল হোসেন, সিপাহি হেজবুল্লাহ, সিপাহি আবু হানিফ, সিপাহি শফিকুল ইসলাম, ল্যা. না. আমির হোসেন, সিপাহি জসিম উদ্দিন, সিপাহি ইমাম হাসান, হাবিলদার আলম মিয়া, সিপাহি জাকারিয়া, নায়েক গোলাম মোস্তফা, সিপাহি সহকারী সাইদুল ইসলাম, সিপাহি শফিকুল ইসলাম, সিপাহি রাশেদ আলী, সিপাহি জামালুর রহমান, হাবিলদার গোলাম কিবরিয়া, সিপাহি নাজির আক্তারুজ্জামান, সিপাহি আবুবক্কর সিদ্দিক, সিপাহি শাহীনুল আলম, হাবিলদার শহীদুল ইসলাম, সিপাহি রফিকুল ইসলাম, সিপাহি শেখ ফারুক আহম্মেদ, সিপাহি আবু মোয়াজ্জেম, সিপাহি আলতাফুজ্জামান, সিপাহি সিগ. শাহ আলম, সেলিম ভূঁইয়া, হাবিলদার হাতেম আলী, হাবিলদার নুরুল ইসলাম, সিপাহি আব্দুল করিম, ল্যা. না. সিগ. জাহাঙ্গীর আলম, হাবিলদার লুত্ফর রহমান, ল্যা. না. (চালক) গিয়াস উদ্দিন, নায়েক আজিজুর রহমান, হাবিলদার আবুল কাশেম, সিপাহি দেলোয়ার খান, সিপাহি লাভলু গাজী, নায়েক এস এম দলিল উদ্দিন, সিপাহি মেহেদী হাসান, সিপাহি নূরুল ইসলাম, সিপাহি আসাদুজ্জামান, সিপাহি ফেরদৌস, সিপাহি আলাউদ্দিন শেখ, সিপাহি আবু তৈয়ব, সিপাহি সোহেল রানা, সিপাহি ওমর ফারুক, সিপাহি জাহাঙ্গীর আলম, সিপাহি আলমগীর হোসেন, সিপাহি অসিম কুমার কুণ্ডু, আশরাফ আলী, সিপাহি (সিগন্যালম্যান) শামীম শেখ, হাবিলদার মিজানুর রহমান, সিগন্যালম্যান মিজানুর রহমান, হাবিলদার শহিদুল ইসলাম, সিপাহি নজরুল ইসলাম, সিপাহি আতিকুর রহমান, ল্যান্স নায়েক কামরুল ইসলাম, সিপাহি মাঈনুল ইসলাম, সিপাহি আলম আলী, সিপাহি জাহাঙ্গীর হোসেন, সিপাহি জিল্লুর রহমান বাদল, সিপাহি জাহাঙ্গীর আলম, সিপাহি রায়হানুল ইসলাম, ল্যান্স নায়েক সুবেদার কায়সার আলী, নায়েক সুবেদার ইউনুস আলী, সুবেদার রফিকুল ইসলাম, ল্যান্স নায়েক মাহতাব উদ্দিন, চালক রফিকুল ইসলাম, সিপাহি মাসুম বিল্লাহ, হাবিলদার শাজাহান, সিপাহি জসিম মল্লিক ও সিপাহি মিন্টু শেখ।

বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্তরা হলেন- সিপাহি চালক মাসুম মিয়া, সিপাহি হাদিউল ইসলাস, সিপাহি আবুল হোসেন, সিপাহি জুয়েল মিয়া, নায়েক ইন্তাজ আলী, সিপাহি মাজাহারুল ইসলাম, হাবিলদার জুমারত আলী, হাবিলদার শাহাবুদ্দিন, ল্যান্স নায়েক শেখ গাউস উদ্দিন, সিপাহি রাজীব আহমেদ, সিপাহি কামাল হোসেন, সিপাহি সারোয়ার হোসেন, হাবিলদার এনামুল হক, ল্যা. না. জাহাঙ্গীর আলম, ল্যান্স নায়েক মুসা মোল্লা, সিপাহি নজরুল ইসলাম, সিপাহি আল মুরাদ খান, সিপাহি মাকসুদুর রহমান, সিপাহি আলমগীর শেখ, সিপাহি আলাউদ্দিন, সিপাহি আনিসুর রহমান, নায়েক সুরুজ্জামান, সিপাহি লুত্ফর রহমান, সিপাহি জিয়াউর রহমান, সিপাহি আকবর হোসেন, ল্যা. না. মনিরুল ইসলাম, হাবিলদার আনন্দ ঘোষ, সিপাহি সহ. গোলাম রব্বানী, সিপাহি মাহমুদুল হাসান, সিপাহি ফরহাদ হোসেন, সিপাহি আজহারুল ইসলাম, ল্যা. নায়েক রফিজ উদ্দিন খান, সিপাহি আহসান হাবীব, সিপাহি ছানোয়ার হোসেন, সিপাহি জুয়েল মিয়া, সিপাহি সোলাইমান, সিপাহি আনোয়ার হোসেন, সিপাহি মিলন তরফদার, সিপাহি রেজাউল করিম, সিপাহি সুমন মির্জা, সিপাহি গোলাম মোস্তফা, ল্যান্স নায়েক কামরুল হাসান, নায়েক সামসুল হক মোল্লা, হাবিলদার মতিউর রহমান, সিপাহি খোরশেদ, সিপাহি আবুল, সিপাহি জহিরুল ইসলাম, হাবিলদার আনোয়ার হোসেন, ল্যা. নায়েক হাফিজ উদ্দিন, সিপাহি মোজাম্মেল হক, সিপাহি মবিদুল ইসলাম, সিপাহি আবুল কাশেম, সিপাহি ফেরদৌস রহমান, নায়েক শমসের আলী, সিপাহি জিয়াউল হক, সিপাহি সেলিম, সিপাহি বনি আমিন, সিপাহি আব্দুল মান্নান, হাবিলদার আ. ছালাম, সিপাহি রাশেদুল ইসলাম, সিপাহি শফিকুল ইসলাম, সিপাহি ওমর ফারুক, সিপাহি ইসমাইল সরকার, সিপাহি বিনয় কুমার কর্মকার, নায়েক আ. রাজ্জাক, ল্যা. না. সিগ. কে এম ইকরামুল হক, ল্যা. নায়েক মোফাজ্জল হোসেন, সিপাহি শংকর কুমার, ল্যা. নায়েক মানিক হাওলাদার, ল্যা. না. সিগ. আব্দুল বারেক, সিপাহি আতিকুর রহমান, হাবিলদার আলম মিয়া, সিপাহি মাসুম আলী, সিপাহি বেলায়েত হোসেন, কামরুল হাসান, ল্যা. না. বাদশা মিয়া, ল্যা. না. বাবুল মিয়া, সিপাহি জুলফিকার আলী, সিপাহি আব্দুল বাছেত, সিপাহি রায়হান আলী, হাবিলদার আব্দুল বারিক, সিপাহি মাহবুবুল আলম, সিপাহি জিল্লুর রহমান, সিপাহি এজাজুল হক রাহী, সিপাহি সোহরাব হোসেন, সিপাহি সেকেন্দার আলী, সিপাহি মামুনুর রশিদ, নায়েক ওয়াজেদ আলী, সিপাহি পলাশ হোসেন, সিপাহি হেকমত আলী, না. সুবে. সিদ্দিকুল ইসলাম, সিপাহি ফাকের আলী মীর, সিপাহি অসিম চাকমা, না. সুবে. ফারুক আহম্মেদ, সিপাহি আনিসুল হক, সিপাহি গোলাম নবী, ল্যান্স নায়েক তৈয়বুর রহমান, সিপাহি প্রবীর সিংহ, সিপাহি শেখ মশিউর রহমান, সিপাহি আজাদুল ইসলাম, সিপাহি রবিউল ইসলাম, সিপাহি আনোয়ার হোসেন, সিপাহি এমদাদুল, নায়েক জিন্দার আলী, সিপাহি সেলিম, সিপাহি আসাদুল ইসলাম, সিপাহি মশিউর রহমান, সিপাহি ইকরামুর ইসলাম, সিপাহি নাজমুল শিকদার, সিপাহি ফারুক হোসেন, সিপাহি এনামুল হক, সিপাহি জাকিরুল তারেক, সিপাহি সরোয়ার হোসেন, নায়েক সম্বু কুমার সর্মা, সিপাহি চালক মশিউর রহমান, সিপাহি তরিকুল ইসলাম, সিপাহি গিয়াস উদ্দিন, সিপাহি নিশান মোল্লা, সিপাহি ফারুক হোসেন ওরফে ফারুক আলম, না. সুবেদার মো. আবু সাঈদ মিয়া, সিপাহি খলিল, সিপাহি শফিকুল ইসলাম, সিপাহি শরীফুল ইসলাম, সিপাহি অহিদুর রহমান, সিপাহি আব্দুর রহমান, নায়েক হাতেম আলী, সিপাহি হেদায়েত হোসেন, সিপাহি রতন মিয়া, ল্যা. না. নাছির উদ্দিন, সিপাহি শ্রী রমেন সিংহ, সিপাহি ফিরোজ আলী, সিপাহি নাজমুল হাসান, নায়েক আব্দুল ওয়াদুদ, সিপাহি আশরাফুল আলম, হাবিলদার সুধাংশু রঞ্জন আচার্য, সিপাহি মঞ্জুর এলাহী, সিপাহি ফয়জুল্লাহ কবির, নায়েক সহকারী নূর মোহাম্মদ।

বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্তরা আরো হলেন- ল্যান্স নায়েক আনোয়ারুল হক, সিপাহি ইলিয়াস চৌধুরী, নায়েক সহকারী সাইফুল ইসলাম, সিপাহি নান্নু মিয়া, সিপাহি আ. রউফ, সিপাহি জয়দেব চন্দ্র বর্মন, নায়েক সাইদুর রহমান, সিপাহি আখতারুজ্জামান, নায়েক সহকারী মেজবাহ উদ্দিন, হাবিলদার মকছের আলী, হাবিলদার নজরুল ইসলাম, নায়েক শহিদুল্লাহ, নায়েক শহীদ হোসেন, হাবি. সচীন্দ্রনাথ রায়, ল্যা. না. আবু জাফর মো. মহিউদ্দিন, সিপাহি ল্যা. নায়েক একেএম নজরুল ইসলাম, কাউছার আলী, হাবিলদার জোবায়েদুল করিম, সিপাহি আকরাম হোসেন, না. সু. আবুল কাশেম, সিপাহি মোল্লা সাইদ হোসেন, নায়েক রজব আলী, সিপাহি মাহফুজ আহম্মেদ, ল্যান্স না. শওকত হোসেন, সিপাহি জুলফিকার হোসেন, সিপাহি বিল্লাল হোসেন, সিপাহি নূর হোসেন, সিগন্যালম্যান সোহরাব হোসেন, সিপাহি শহিদুল্লাহ, পাচক কাউছার আলী, সিপাহি শেখর প্রসাদ চৌধুরী, সিপাহি আরাফাত হোসেন, সিপাহি মামুন হাসান, সিপাহি জিয়াউল হক, সিপাহি সেলিম হোসেন, সিপাহি কলিম উল্লাহ, সিপাহি মনির হোসেন, নায়েক রেজাউল করিম, হাবিলদার বাবুল ইসলাম, নায়েক মো. মান্নান, না. জিয়াউল হক, সিপাহি জামাল হোসেন, নায়েব সুবেদার শহিদুল ইসলাম, সিপাহি বাবুল মিয়া, সিপাহি শফিকুল ইসলাম চৌধুরী, সিপাহি মিজানুর রহমান, সিপাহি শাহাব উদ্দিন, সিপাহি সোহেল মাহমুদ, সিপাহি আব্দুল হাসিম, সিপাহি আনোয়ার হোসেন, সিপাহি ফেরদৌস আলম, সুবেদার মেডিক্যাল সহকারী রমেন্দ্র নাথ বিশ্বাস, সিপাহি আরিফুল ইসলাম, সিপাহি ইয়াছিন আলী, সিপাহি সুরঞ্জিত বড়ুয়া, সিপাহি বিপ্লব হোসেন, সিপাহি মোসলেম উদ্দিন, সিপাহি আহসান হাবীব, সিগন্যাল ম্যান ফারুক হোসেন, ল্যা. না. সিগ. ফজলুর রহমান, কার্পেন্টার শামসুল হক, সম্মু মারমা, পলাতক বিডিআর সদস্য মুকুল আলম (গাইবান্ধা), কামরুল ইসলাম (খুলনা), মোহাম্মদ সেলিম (চট্টগ্রাম) ও আল মামুন (সাতক্ষীরা)।

খালাসপ্রাপ্তরা হলেন- পাচক মিলন শেখ, সিপাহি রেজাউল আলম, হাবিলদার মাহতাব জি ক্লার্ক, পাচক ঝাড়ুদার লাভলু মিয়া, ল্যা. নায়েক রেজাউল করিম, সুবেদার হাজি মো. শফিজউদ্দিন, সিপাহি শামীম, সিপাহি মেডি. সহ. মো. রবিউল আউয়াল, জেসিও নায়েব সুবেদার সনত কুমার মালাকার, হাবিলদার সহ. রফিকুল আলম, নায়েক মোক্তার হোসেন, জেসিও না. সুবেদার মেডি. সহ. মো. ওয়ালি উল্লাহ, নায়েক ওবায়দুল্লাহ, হাবিলদার (ড্রাইভার) মাহাবুব আলম, ল্যা. না. মো. আ. হামিদ, কার্পেন্টার নারায়ণ কুমার দাস, নায়েক মতিউর রহমান, ল্যা. নায়েক শহিদুল ইসলাম, সিপাহি হাবিবুর রহমান, সিপাহি নূর আলম সরকার, হাবিলদার আতিয়ার রহমান, সিপাহি মোশারফ হোসন, সিপাহি রাশেদুল ইসলাম, সিপাহি তরিকুল ইসলাম, হাবিলদার তরিকুল ইসলাম, সিপাহি সাইদুর রহমান, সিপাহি আলী আকবর, সিপাহি বাবুল হোসেন, সিপাহি নাফিউল কাজী, সিপাহি শফিউল, সিপাহি শাহীনুর রহমান, হাবি. সোলায়মান, পাচক আব্দুল করিম, সিপাহি আব্দুল বারী রুবেল, এনসি (ই) বাবুল হোসেন, এনসি (ই) কামাল হোসেন, এনসি (ই) আইনুল হক, এনসি (ই) শফিকুল ইসলাম, এনসি (ই) সান চন্দ্র, এনসি (ই) রেজাউল করিম, হাবি. নূরুল হক, সিপাহি জিয়াউর রহমান, জেসিও জাকির হোসেন, ল্যা. না. হারুন, নায়েক মেডি. সহ. মো. গোলজার হোসেন, হাবি. এমদাদুল হক, ল্যান্স নায়েক শাহিন হোসেন, হাবিলদার বারিক, সিপাহি আলীমুজ্জামান, সিপাহি ইমতিয়াজ আহমেদ, সিপাহি মেডি. সহ.মো. শামসুল হক, সিপাহি মেডি. সহ. সৈয়দ আনোয়ার হোসেন, সিপাহি মেডি. সহ. লেলিন চাকমা, সিপাহি মেডি. সহ. মো. আলমগীর কবির, সিপাহি মেডি. সহ. মো. জিয়া উদ্দিন বাবলু, সিপাহি বিটিটি মো. আরিফুল ইসলাম, সিপাহি বিটিটি মো. মোয়াজ্জেম হোসেন, সিপাহি বিটিটি মো. জোবায়ের হোসেন, সিপাহি বিটিটি মো. আ. রাজ্জাক, সিপাহি বিটিটি মো. ইউসুফ, সিপাহি বিটিটি মো. মোতাহার হোসেন, সিপাহি মেডি. সহ. মো. আ. সহিদ, জেসিও না. সুবে. মো. আ. মতিন মিয়া, সিপাহি নিওয়েন মার্মা, সিপাহি কামরুল হাসান, হাবিলদার আ. সালাম, সিপাহি হাসান আলী, নায়েক সিগন্যালম্যান মইনুল হক, জেসিও সুবেদার মোজাফর হোসেন, সিপাহি এনামুল হোসেন, সিপাহি মিজানুর রহমান, সিপাহি সুজাউল ইসলাম, সিপাহি কাওসার আহমদ, হাবিলদার এমদাদুল হক, সিপাহি মনসুর আলী, সিপাহি ফারুক আহম্মেদ, সিপাহি শাহজাহান হোসেন, সিপাহি হামিদুল ইসলাম, সিপাহি কবির হোসেন, সিপাহি শাহ কবীর ভুঁইয়া, সিপাহি সাইদুজ্জামান, সিপাহি নিজাম উদ্দিন, সিপাহি আতাউর রহমান, সিপাহি জাহেদুল ইসলাম, সিপাহি আ. মুনাফ, সিপাহি হরিকিং কর চক্রবর্তী, সিপাহি বাবুল মিয়া, সিপাহি মহিউদ্দিন, সিপাহি সহ. মুন্সী সোহেল রানা, সিপাহি ফয়সাল বালা, হাবিলদার শহিদুল ইসলাম, সিপাহি আলতাফুজ্জামান, সিপাহি আকিদুল ইসলাম, পাচক হাবিবুর রহমান, সিপাহি শরিফুল ইসলাম, ল্যা. নায়েক জহুরুল ইসলাম, সিপাহি মোশারফ হোসেন, সিপাহি খলিলুর রহমান, নায়েক (বিএম) মো. সামসুদ্দিন, সিপাহি মিজানুর রহমান, সিপাহি রফিকুল বারী, নায়েক কৌতুক কুমার, সিপাহি জামাল উদ্দিন, নায়েক গোলাম মোস্তফা, জেসিও না. সুবেদার নূরুল ইসলাম, হাবিলদার আব্দুল মতিন, হাবিলদার সালাউদ্দিন, হাবিলদার আবু সাইদ, সিপাহি আলমগীর হোসেন, পাচক শাহীন, সিপাহি দারুল ইসলাম, সিপাহি শুক্লব চন্দ্র সিংহ, নায়েক মোয়াজ্জেম, ওবিএম রুহুল আমিন, সিপাহি আতিকুর রহমান, ল্যা. নায়েক আবদুল আজিজ, মোসাম্মত সুরাইয়া বেগম (পাবলিক), আবু সাদাত/মো. রাজ্জাক সুমন (পাবলিক), সিপাহি শ্রী সুমন চক্রবর্তী, নায়েক ফিরোজ মিয়া, মো. জাবেদ (পাবলিক), সিপাহি বিল্লাল হোসেন, সিপাহি (চালক) মফিজুর রহমান, সিপাহি মাসুম মণ্ডল, সিপাহি সুলাইমান, ল্যা. না. সহ. আবু সাইদ, হাবিলদার মাহবুবুল আলম, সিপাহি (চালক) বেলায়েত হোসেন, সিপাহি হাবিবুর রহমান, সিপাহি (চালক) মো. জাকির হোসেন, সিপাহি মাসুদুর রহমান, সিপাহি সেজান মাহমুদ, হাবিলদার আ. রশিদ শেখ, ল্যা. নায়েক আব্দুল মজিদ, ল্যা. নায়েক (মেডি. সহ.) মিজানুর রহমান, সিপাহি রিপন হোসেন, সিপাহি আবুল কালাম, সিপাহি মিলকান আহমেদ, সিপাহি মোস্তফা কামাল, সিপাহি সেলিম, ল্যা. না. আলতাফ হোসেন, জেসিও সুবে. মেজর মো. আনছার আলী, সিপাহি বিধান কুমার সাহা, সিপাহি বাদল হোসেন, সিপাহি শওকত আলী, জেসিও সুবে. হাফিজুর রহমান, সিপাহি হারুন অর রশিদ, ল্যান্স না. আবুল হাসান, হাবিলদার ওমর ফারুক সরকার, ডব্লিউ বি/০৮ ওয়ার্ডবয় মো. আব্দুস সালাম, নায়েক বিল্লাল উদ্দিন, ঝাড়ুদার মো. আব্দুল হাকিম, সিপাহি সোহেল, সিপাহি সাইফুল ইসলাম, সিপাহি নয়ন ইসলাম, সিপাহি আবুল কাশেম জারজিস, সিপাহি রবিউল আলম, পাচক আল আমিন মোল্লা, সিপাহি লিমন মিয়া, সিপাহি আনোয়ারুল ইসলাম, সিপাহি ফিরোজ মিয়া, সিপাহি মো. মিজানুর রহমান, সিপাহি তাপস কুমার, হাবিলদার সোহরাব হোসেন, সিপাহি বিনয় চাকমা, সিপাহি হাসিনুর রহমান সিপাহি দুলাল মিয়া।