পিতা মাতার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন হাজী সাইদুর রহমান ধুন্দু

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা বিএনপির নেতা ও বিশিষ্ট পরিবহন ব্যবসায়ী সাইদুর রহমান ধুন্দু’র মরদেহ দু’দফা নামাজে জানাজা শেষে উথলী গ্রামে পারিবারিক কবরস্থানে পিতা-মাতার কবরের পাশে দাফন করা হয়েছে। প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় বেলা সাড়ে ১১টায় জীবননগর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এবং দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয় বেলা ২ টার সময় উথলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। নামাজে জানাজায় চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ওয়াহেদুজ্জামান বুলা, জীবননগর পৌরমেয়র জাহাঙ্গীর আলম, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তূজা, চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র আশরাফ আলী, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান মঞ্জু, বিএনপি নেতা খন্দকার আব্দুর জব্বার সোনা, সরদার আলী হোসেন, জীবননগর পৌরসভার সাবেক মেয়র নোয়াব আলী, আবুল কালাম আজাদ, আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম ঝন্টু, আব্দুল কাদের প্রধান, আব্দুল হান্নান, সোহরাব হোসেন খাঁনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধী এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন। প্রথম নামাজে জানাজা পরিচালনা করেন জীবননগর উপজেলা জামে মসজিদের পেশ ঈমাম মাওলানা মো. আব্দুল জলিল এবং দ্বিতীয় নামাজে জানাজা পরিচালনা করেন জীবননগর ফাজিল মাদরাসার সুপার মাওলানা মো. আব্দুল খালেক। জীবননগর শহরের বাসিন্দা উথলী গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে হাজি সাইদুর রহমান ধুন্দু গত ১৫ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০টা ৪৪ মিনিটে উথলী ফার্মপাড়ার অরক্ষিত রেলগেট পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরে ঢাকার ইউনাইটেড হাসপাতালে, ঢাকা পিজি হাসপাতালে এবং সর্বশেষ তেজগাঁওয়ের বেসরকারি ইমপালস্ হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শুক্রবার রাত ৩ টার দিকে ঢাকা থেকে ধুন্দুর মরদেহ এ্যাম্বুলেন্সযোগে গ্রামের বাড়ির উদ্দেশে নেয়া হয়। লাশবাহী এ্যাম্বুলেন্স শনিবার বেলা ১১টার সময় জীবননগর পৌঁছালে প্রথম নামাজে জানাজা শেষে বেলা ১২টার সময় পৈত্রিকভিটা উথলী গ্রামে নেয়া হয়। লাশবাহী এ্যাম্বুলেন্স তার নিজ গ্রাম উথলীতে পৌছালে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। আগামী মঙ্গলবার বেলা ৪টার সময় মরহুম সাইদুর রহমান ধুন্দুর আত্মার মাগফেতার কামনায় উথলী গ্রামে নিজ বাড়িতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। দোয়া অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার জন্য মরহুমের পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।