পাকিস্তানে সেনা অভিযানে ৫৯ জঙ্গি নিহত

মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তানে আফগান সীমান্ত সংলগ্ন এলাকার কাছে স্থল ও বিমান হামলায় ৫৯ জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। পেশোয়ারে সেনাবাহিনী পরিচালিত স্কুলে তালেবান জঙ্গি হামলায় ১৪১ জন নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে এ অভিযান চালালো পাকিস্তান। খাইবার প্রদেশ এবং উত্তর ওয়াজিরিস্তানে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে সেনাবাহিনী। উত্তর ওয়াজিরিস্তানে জুনে জঙ্গিদের ওপর হামলা শুরু হয়। এ সপ্তার জঙ্গিবিরোধী অভিযানটা চালানো হয় স্থল এবং বিমান হামলার সমন্বয়ে। পাকিস্তানি জঙ্গি বিমান ২০ দফা হামলা চালিয়েছে। এতে এক উজবেক কমান্ডারসহ ২৭ জঙ্গি নিহত হয়। এছাড়া গত বৃহস্পতিবার রাতে আফগান সীমান্তের কাছে তিরাহ ভ্যালিতে বিশেষ বাহিনীর চোরাগোপ্তা হামলায় ৩২ জঙ্গি নিহত হয়। সেনাবাহিনী বলছে, জুন থেকে অভিযান শুরুর পর তারা এ পর্যন্ত ১ হাজার ৭শ’র বেশি জঙ্গিকে হত্যা করেছে। তবে এ সংখ্যা নিরপেক্ষ সূত্রে যাচাই করা যায়নি। করাচির এক ব্যস্ত বিমানবন্দরে তালেবান হামলায় কমপক্ষে ৩৮ জনের মৃত্যুর ঘটনার পর জুনে জঙ্গিবিরোধী ওই অভিযান শুরু হয়।