পর্যাপ্ত মজুদ তবুও বাড়ছে দাম

 

স্টাফ রিপোর্টার: পবিত্র রোজার আগেই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর দাম বাড়তে শুরু করেছে। পর্যাপ্ত মজুদ থাকলেও কয়েকদিনের ব্যবধানে ছোলা, ডাল ও পেঁয়াজের দাম বেড়েছে। ভোজ্য তেলের দামও বাড়ার মুখে।

প্রকাশ্য সভায় বাণিজ্যমন্ত্রীর কাছে অঙ্গীকার করেও মাত্র কদিনেই তা ভুলে গেছেন। যার প্রমাণ মিলেছে বাজার ঘুরে। চট্টগ্রামের বিখ্যাত পাইকারি বাজার খাতুনগঞ্জ, কিংবা রাজধানী ঢাকার মৌলভীবাজারের মতো বড় বড় পাইকারি বাজার কোথাও দাম স্থিতিশীল থাকার নজির মেলেনি। দেখা গেছে, আমদানিকারক, পাইকার ও খুচরা বিক্রেতার মধ্যে পণ্যের দামের ব্যবধান যোজন যোজন দূরে। আর এর শিকার হচ্ছেন প্রান্তিক পর্যায়ের সাধারণ ক্রেতারা। তাই এবারের রমজানেও বাজার দর নিয়ে সুখবরের কোনো আভাস নেই। রোজা না আসতেই ইতিমধ্যে বেড়ে গেছে ছোলা, ডাল ও পেঁয়াজের দাম। ভোজ্যতেলের দামও বাড়ার পথে।