পরীক্ষা কেন্দ্রে মোবাইলফোন বহনকারী পরীক্ষার্থীকে বহিষ্কারের নির্দেশ

২ ফেব্রুয়ারি এসএসসি ও সমমান পরীক্ষা শুরু : চুয়াডাঙ্গায় অংশ নেবে ১১ হাজার ১৮২ শিক্ষার্থী

 

স্টাফ রিপোর্টার: আগামী ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এসএসসি ও সমমান পরীক্ষা। এবার চুয়াডাঙ্গায় অংশ নেবে ১১ হাজার ১৮২ শিক্ষার্থী। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সায়মা ইউনুস। অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক, জেলা শিক্ষা অফিসার মিজানুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রমেন্দ্রনাথ পোদ্দার, চুয়াডাঙ্গা সরকারি কলেজের প্রাক্তণ অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনি মোহন বিশ্বাসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।

সভায় আরও জানানো হয়, চুয়াডাঙ্গা জেলায় মোট ২৭টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরমধ্যে সদর উপজেলায় ৬টি, দামুড়হুদায় ৭টি, আলমডাঙ্গায় ৬টি ও জীবননগরে ৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার প্রথম দিনে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ প্রশ্নপত্র সরবরাহ করবেন। পরীক্ষা কেন্দ্রে মোবাইলফোন বহন ও উগ্র আচরণকারী শিক্ষার্থীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার নিদের্শ দেন জেলা প্রশাসক।