পরীক্ষার সময়সীমা ৪ ঘণ্টা পুর্নবহালে মেহেরপুরে শিক্ষার্থীদের মানববন্ধন

মেহেরপুর অফিস: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি (অনার্স) ও মাস্টার্স পরীক্ষার সময়সীমা চার ঘণ্টা পুর্নবহালের দাবিতে মেহেরপুরে মানববন্ধন কর্মসূচী পালন করেছে সরকারি কলেজের শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর সরকারি কলেজের সামনের সড়কে এ কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখের কলেজের ইসলামের ইতিহাস বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র কুদরত-ই খোদা রুবেল, ডিগ্রি ২য় বর্ষের ছাত্র মাসুদ রানা, বাংলা ৪র্থ বর্ষের ছাত্র সানোয়ার হোসেন, বৃষ্টি জান্নাত, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র ইয়াছিন আলী প্রমুখ। শিক্ষার্থীদের দাবি বিগত দিনে অনার্স, মাস্টার্স ও ডিগ্রি পরীক্ষার্থীরা তাদের প্রতিটি পরীক্ষা ৪ ঘণ্টা দিয়ে এসেছেন। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় হঠাত করে তা কমিয়ে সাড়ে ৩ ঘন্টা নির্ধারণ করেছে। এ সময়ের মধ্যে পরীক্ষা দিতে বিপাকে পড়তে হবে ছাত্র-ছাত্রীদের। ফলে সময়সীমা চার ঘণ্টা পুর্নবহালের দাবি জানান তারা।