পরিস্থিতি বুঝে সিটি নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন

 

স্টাফ রিপোর্টার: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ বলেছেন, পরিস্থিতি বুঝে আইনশৃঙ্খলা বহিনীর সাথে বৈঠক করে সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে। গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে বিএনপির সাত সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন সচিবালয়ে সিইসির সাথে বৈঠক করেন। তারা সিটি নির্বাচনের ১৫ দিন আগে ঢাকা ও চট্টগ্রামে সেনা মোতায়েনের জন্য সিইসির কাছে দাবি জানান। এ প্রসঙ্গে সিইসি বলেন, সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু করতে যা যা করণীয় কমিশনের পক্ষ থেকে তাই করা হবে।