পরিস্থিতির উন্নতি না হলে বিনিয়োগ করবে না জাপান

 

স্টাফ রিপোর্টার:বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা বলেছেন, সহিংসতা ওঅস্থিতিশীল পরিবেশ বিরাজ করলে জাপান বাংলাদেশে বিনিয়োগ করবে না। গত বছর শেষসময়ে অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশ থাকায় জাপানীরা বাংলাদেশে বিনিয়োগেরআগ্রহ হারিয়ে ফেলেছে। গতকালবুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিককরেন্সপন্ডেন্ট এসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত মিট দ্যা প্রেসঅনুষ্ঠানে তিনি একথা বলেন।এসময় জাপানী রাষ্ট্রদূত বর্তমানের পরিস্থিতিআগের চেয়েও ভালো বলে মন্তব্য করেন। তিনি বলেন, বিনিয়োগকারীরা বাংলাদেশেরব্যবসার প্রতি আবারো আগ্রহ বাড়াচ্ছে।আগামী ২৫-২৮ মে তিনদিন সরকারিভাবে জাপান সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি বলেন, বাংলাদেশে অনেক খাত সম্ভাবনাময় তার মধ্যে গার্মেন্টস খাত সর্বোৎকৃষ্ট। প্রধানমন্ত্রীর সফর সম্পর্কে বলেন, এ সফরের মাধ্যমে বাংলাদেশ-জাপানের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন হবে।গত৫ জানুয়ারির নির্বাচন নিয়ে জাপানের অবস্থান সম্পর্কে জানতে চাইলে জাপানীরাষ্ট্রদূত বলেন, এ নির্বাচনে বাংলাদেশের জনগণ তাদের পছন্দের প্রার্থীকেনির্বাচিত করতে পারেনি।গুম, খুন, অপহরণ বাড়ছে তাতে জাপান সরকারসহযোগিতা অব্যহত রাখবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রাষ্ট্রদূতবলেন, যে কোনো সরকারের সাথে জাপান কাজ করবে। তবে দেশে স্থিতিশীল পরিবেশ বজায়থাকতে হবে।