পবিত্র হজ

স্টাফ রিপোর্টার: পবিত্র হজের ৫ দিনের আনুষ্ঠানিকতার প্রথম পর্ব শুরু হচ্ছে আজ। সারাবিশ্ব থেকে সৌদি আরবে যেসব হজযাত্রী সমবেত হয়েছেন তারা আজ পবিত্র মিনায় গিয়ে জড়ো হবেন। আগামীকাল শুক্রবার হজের সবচেয়ে বড় আনুষ্ঠানিকতা। এদিন প্রায় ৩০ লাখ হজযাত্রী ঐতিহাসিক আরাফাতের ময়দানে লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক ধ্বনি তুলবেন। এই দিনটিকেই হজের মূল আনুষ্ঠানিকতা হিসেবে ধরা হয়। এই আরাফাতের ময়দানে মহানবী হযরত মুহাম্মদ (সা.) তার বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। সেখানে আগামীকাল সারাদিন হজযাত্রীরা আল্লাহর ইবাদতে মগ্ন থাকবেন। সাদা ইহরাম বাঁধা অবস্থায় লাখ লাখ হজযাত্রীর পদচারণায় আরাফাতের ময়দান পরিণত হবে এক শুভ্রতার সমুদ্রে। লাব্বায়েক আল্লাহুম্মা ধ্বনিতে প্রকম্পিত হবে আরাফাতের ময়দান। হজযাত্রীদের যাতে কোনো কষ্ট না হয় সে জন্য সৌদি আরব সরকার নিয়েছে বিশেষ ব্যবস্থা। অত্যধিক গরম সহনীয় করতে বাষ্পাকারে পানি ছিটানোর ব্যবস্থা থাকছে। মক্কা নগরীতে নিয়োজিত করা হয়েছে নারীসহ ১৫ হাজার কর্মী। তারা হজের আগে ও পরে পবিত্র মসজিদে হজযাত্রীদের চলাচল স্বাভাবিক রাখতে সহায়তা করবেন।